বুদবুদির ছড়া- পটিয়া, চট্টগ্রাম

বুদবুদির ছড়া
প্রকৃতির সৌন্দর্যের একটা আদর্শ উদাহরণ হতে পারে এই বুদবুদির ছড়া।যেখানে পাহাড়ি গহীন গিরিপথের পর পড়বে এমন এক স্থান যেখানে আপনা আপনি-ই বালি থেকে গ্যাসের লিকেজ হয়।।।
একটু মাটি খুড়ে আপনি সেখানে আগুন ধরিয়ে বনভোজনের স্বাদ নিতে পারেন।

সহজেই চট্টগ্রাম শহর থেকে যাওয়া যায় এবং নিরাপদ হওয়ায় বনভোজনের জন্য এটি আদর্শ জায়গা।।

এছাড়াও ব্রিটিশ পিরিয়ডে এখানে একটি তেলের খনি ছিল যা ওরা চলে যাওয়ার সময় গলিত সীসা দিয়ে বন্ধ করে দিয়ে যায়।। এই অংশটা পেরুলে পাওয়া যাবে লেবু/পেয়ারা বাগান এবং সেখানে স্থানীয় আদিবাসীদের সাথেও দেখা মিলতে পারে।

যেভাবে যাবেনঃ

চট্টগ্রাম শহরের শাহ আমানত ব্রিজ থেকে প্রথমে পটিয়ার ডাক বাংলোর মোড়ে নামতে হবে।
ভাড়াঃ জনপ্রতি ২০/-

ডাকবাংলোর মোড় থেকে সিএনজি অটোরিকশায় করে হাইদগাঁও ( বুদবুদির ছরা বললেই হবে) 
ভাড়াঃ জনপ্রতি ১৫/- অথবা ২০/- নিবে।।

তারপর থেকেই আপনার যাত্রা শুরু হবে।

হ্যা,, পথে একটি পাহাড়ের চূড়ায় মাজার পড়বে।। চাইলে সে জায়গাটাও একবার দেখে আসতে পারেন। ধন্যবাদ

========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

Post a Comment

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.