একদিনে একসাথে ঘুরে আসতে পারেন সিলেটের আকর্ষনীয় ৩ টি জায়গা (পরিকুন্ড, মাধবকুন্ড ও হাকালুকি হাওড়)
রাত্রে ০৯.০০-১১.৩০ সায়দাবাদ ফকিরাপুল, মহাখালী থেকে বাসে চলে আসবেন বড়লেখা ভাড়াঃ ৩০০-৫০০টাকা পৌছবে ০৫-০৬ টা এর মধ্যে, চাইলে এই সময় বড়লেখায় যে কোন একটি হোটেলে উঠতে পারেন কিছু সময়ের জন্য। ভাড়াঃ ২০০- ৫০০ সিঙ্গেল রুম।
চাইলে ট্রেনে আসতে পারেন সেক্ষেত্রে একটু বাড়তি ঝামেলা- কমলাপুর থেকে কুলাউড়া আসতে হবে।
ভোর সকালে ০৫-০৬ টায় বড়লেখার সি.এন.জি পাওয়া যায় কম। পাওয়া গেলে ভাড়া চাইবে অতিরিক্ত। দিনের বেলায় ভাড়াঃ ৫০টাকা। ফ্রেস হয়ে নাস্তা সেরে বড়লেখা থেকে কাটালতলী বাজার
ভাড়াঃ ১০ টাকা, কাটালতলী থেকে খলাগাউ বাজার পর্যন্ত ভাড়াঃ ১৫ টাকা খলাগাউ থেকে অটো রিক্সা নিয়ে মাধবকুন্ড গেইট ভাড়াঃ ৪০ টাকা। চাইলে CNG রিজার্ভ করে নিতে পারেন। ভাড়াঃ ২৫০ টাকা।
গেইট থেকে ১০টাকা টিকেট কেটে পায়ে হেটে ১০ মিনিটের মত সময় লাগবে, দেখা মিলবে মাধবকুন্ড জলপ্রপাত থেকে আসা পানির খালে নামার সিড়ি কৃত্রিমভাবে তৈরি করা কুমির, ঈগল পাখি, মৎস কন্য, বক বানরের দল, বসার জন্য সিড়ি। ১০ টাকা দিয়ে টিকেট কেটে নিচে নেমে খাল দিয়ে একটু পূর্ব দিকে গেলেই দেখতে পাবেন ডান দিক থেকে একটি ঝিরিপথে পানি নামছে। এই ঝিরি পথ দিয়ে ৮-১০ মিনিট হাটলে দেখা মেলবে পরিকুন্ড। তবে খুব সতর্ক থাকতে হবে। পথ অনেক পিচ্ছিল।
বেশী সময় নষ্ট না করে একই পথে ফিরে আসবেন। খাল থেকে উঠে পুর্ব দিকে ২-৩ মিনিট হাটলেই পেয়ে যাবেন বাংলাদেশের সব চেয়ে উচু ঝর্ণা মাধবকুন্ড। ঘুরাঘুরি শেষে বের হয়ে একইভাবে চলে আসবেন বড়লেখা।
বড়লেখা দুপুরের খাবার শেষ করে বড়লেখা দক্ষিন বাজার সি.এন.জি স্ট্যান্ড থেকে সি.এন.জি করে কানোনগো বাজার ভাড়াঃ ২০ টাকা। ৫ জন হলে রিজার্ভ করে নিতে পারেন ১০০টাকা। কানোনগো বাজার থেকে নৌকা ভাড়া করে চলে যাবেন হাকালুকি হাওড়, পাখি দর্শন টাওয়ার। যাত্রা পথে দেখা পাবেন হাল্লা গ্রামের পাখি বাড়ি যেই বাড়িতে হাজার হাজার পাখি বিচরন করে। বিকেল কাটিয়ে একই ভাবে চলে আসবেন বড়লেখা রাত্রের খাবার শেষে ফ্রেশ হয়ে ০৯-১০-১১টার যে কোন বাসে ফিরতে পারেন ঢাকায় আপন গন্তব্যে।
- যেখানেই ঘুরতে যান না কেন, আবর্জনা ফেলবেন না।
- মনে রাখবেন এ দেশ আমাদের ,পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের।
========================================================================
মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
Post a Comment