তুরুং ছড়া |
অনেকের কাছে এই জায়গাটা অপরিচিত মনে হতে পারে। ভোলাগঞ্জের অন্যতম একটি মনোমুগ্ধকর জায়গা তুরুং ছড়া ।
আসলে ভোলাগঞ্জের রাস্তা ভালো থাকলে এলাকাটি হয়ে উঠতে পারতো অন্যতম ভ্রমন ডেস্টিনেশন।
রুটঃ ঢাকা-সিলেট-ভোলাগঞ্জ-তুরুংছড়া
সিলেট টু ভোলাগঞ্জঃ
- সিলেট শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে কোম্পানীগঞ্জ উপজেলায় ভারতের চেরাপুঞ্জি সীমান্তবর্তী বাংলাদেশের বৃহত্তম পাথর কোয়ারি ভোলাগঞ্জ। সিলেটের সবচেয়ে বাজে রাস্তা হচ্ছে এই ভোলাগঞ্জের রাস্তা।
কিভাবে_যাবেনঃ
- ঢাকার গাবতলী ও সায়েদাবাদ থেকে সিলেটে যাওয়ার বিভিন্ন বাস সার্ভিস আছে। ভাড়া ৪৫০ থেকে এক হাজার ২০০ টাকা। এ ছাড়া ট্রেনে ৩৬০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা।
- সিলেট শহরের আম্বরখানার মজুমদাড়ি থেকে সিএনজিতে করে ভোলাগঞ্জ(কোম্পানীগঞ্জ) দয়ারবাজার যাওয়া যায়। ভাড়া জনপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা। যেতে সময় লাগবে ২.৩০ ঘন্টা। আর রাস্তায় জ্যাম থাকলে সময় লাগবে আনলিমিটেড। দয়ারবাজার থেকে আবারও সিএনজিতে ১২ কিলোমিটার দূরবর্তী চড়ারবাজার যেতে হবে। ভাড়া জনপ্রতি ৪০ টাকা। বাজার থেকে ১০ মিনিট হাঁটলেই দেখা মিলবে উত্মা ছড়ার। আর তুরং ছড়া যাওয়ার জন্য কোনো বাহন নেই, দুই পা-ই সম্বল। উত্মা ছড়া থেকে তুরংয়ের দূরত্ব দুই কিলোমিটার।
- এ ছাড়া বর্ষায় সিলেটের বাদাঘাট থেকে নৌপথে ভোলাগঞ্জের দয়ারবাজার যাওয়া যায়। নৌকা রিজার্ভ সিলেট বাদাঘাট থেকে ৪.৫/৫ হাজার টাকা। জনপ্রতি ২২০ টাকা।
** যাঁরা ঢাকা বা অন্য কোনো জেলা থেকে মাইক্রোবাস নিয়ে যাবেন, তাঁরা অবশ্যই গাড়ি সিলেট শহরে রেখে সিএনজি কিংবা ট্রলারে কোম্পানীগঞ্জ যাবেন। কারণ রাস্তার অবস্থা খুবই শোচনীয়।
কি কি দেখবেনঃ
- দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি
========================================================================
মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
Post a Comment