দার্জিলিং |
যেতে চান কলকাতা আর দার্জিলিং?
রাস্তার ভাড়া আর খরচপাতিঃ
১। ঢাকা থেকে বেনাপোল- ৫৫০টাকা ( রয়্যাল কোচ), বেনাপোল থেকে বনগাঁও রেলওয়ে স্ট্যাশন- ৩০ রুপি, বনগাঁও থেকে শেয়ালদাহ স্ট্যাশন- ১৫ রুপি। কলকাতা পর্যন্ত ৫৯৫ টাকার মধ্যে কলকাতা।
( যারা শুধু কলকাতা ঘুরতে চান, তারা এই টাকা তে কলকাতা পৌছাতে পারবেন)
( যারা শুধু কলকাতা ঘুরতে চান, তারা এই টাকা তে কলকাতা পৌছাতে পারবেন)
২। শেয়ালদাহ থেকে ওইদিন ই রাতের ১০টা ০৫ মিনিট এর টিকিট কাটবেন। সকাল ৮ টায় পোউছাবেন। শেয়ায়লদাহ থেকে নিউ জলপাইগুড়ি ( সরাসরি দার্জিলিং যাওয়া যাই না, তাই এখানে নামতে হবে)- ১৮৫ রুপি
কিছু ট্রেন এর সময় ও ভাড়া দিয়ে দিলামঃ
কিছু ট্রেন এর সময় ও ভাড়া দিয়ে দিলামঃ
গন্তব্য শেয়ালদাহ টু নিউ জলপাইগুড়ি (দার্জিলিং)
ট্রেনের নাম: Sotabdi express
ছাড়ার সময়: দুপুর ২:১৫ মিনিটে
পৌছাবে: রাত ১০:২৫ মিনিটে
সময় লাগবে: ৮ ঘণ্টা ১৫ মিনিট
ভাড়ার তালিকা:
এসি (1A) = ২১৮৫ রুপি
CC = ১৫২৫ রুপি
ট্রেনের নাম: Kachankannya (কাঞ্চনকন্যা)
ছাড়ার সময়: রাত ৮ টা ৩০ মিনিটে
পৌঁছাবে: সকাল ৭:৩০ মিনিটে
সময় লাগবে: ১১ ঘণ্টার মত
ভাড়ার তালিকা:
এসি (2A) = ১২৩০ রুপি (তৎকাল ১৬৫০ রুপি )
এসি (3A) = ৮৬০ রুপি (তৎকাল ১১৭০ রুপি )
স্লিপার = ৩১৫ রুপি (তৎকাল ৪১৫ রুপি )
ট্রেনের নাম: Kachanjanga express ( কাঞ্চনজংগা)
ছাড়ার সময়: সকাল ৬ টা ৩৫ মিনিটে
পৌঁছাবে: সকাল ৭:২৫ মিনিটে
সময় লাগবে: ১২ ঘণ্টা ৫০ মিনিট
ভাড়ার তালিকা:
এসি (2A) = ১২৩০ রুপি (তৎকাল ১৬৫০ রুপি )
এসি (3A) = ৮৬০ রুপি (তৎকাল ১১৭০ রুপি )
স্লিপার = ৩১৫ রুপি (তৎকাল ৪১৫ রুপি )
নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং ডিরেক্ট ১৫০/ পার পারসন
জলপাইগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়া ভালো, সেটার জন্য, নিউ জলপাইগুড়ি থেকে টেম্পো তে করে শিলিগুড়ি- ২০ রুপি, শিলিগুড়ি থেকে মিরিক- ১০০ রুপি , মিরিক থেকে দার্জিলিং- ১০০ রুপি
৩। এক রাত দার্জিলিং হোটেল ভাড়া- ১০০০ থেকে আনলিমিটেড ।
৪। দার্জিলিং ঘোরার জন্য গাড়ি ভাড়া করবেন- ২০০০(রিজার্ভ), ৫০০(পার পারসন)।
দার্জিলিং এ খরচ নিজের উপর সব। গ্রুপ এ গেলে বেস্ট । যেভাবে গিয়েছেন ওভাবেই ব্যাক করা যাবে, তাই আর সেটা ন্যে লিখলাম না ।
১২হাজার নিয়ে গেলে আরাম করে খেয়ে দেয়ে আসতে পারবেন। যদি কলকাতা ঘুরেন তাহলে টাকা লাগবে আরো।
বি. দ্র. : দার্জিলিং এর মানুষ ভালো প্রায় সবাই (নিজের মতামত) । আর কলকাতা তে বাটপার এ ভরপুর। কাজেই সাবধান কলকাতা তে।
========================================================================
মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
ভাই আমি ভিসা পাইছি,,,,এখন আমি darjeeling ঘুরতে চাই,,,,,কিন্তু মাকে বেনাপোল দিয়ে যেতে হবে,,,এখন প্রশ্ন হল আমি কলকাতায় যেয়েই কি জলপাইগুড়ির ট্রেনে যেতে পারবো ? যদি রাত হয় ট্রেন কি
ReplyDeleteপাব?
হ্যাঁ কলকাতায় গিয়েই পাবেন... রাতের ব্যাপারটা আমি সঠিক বলতে পারব না... ধন্যবাদ সাথে থাকার জন্য...
Deleteআমি কিভাবে ট্রেনে দার্জিলিং যেতে পারি?
ReplyDeleteবাংলাদেশ থেকে ট্রেন বা বাসে করে কলকাতা... তারপর সেখান থেকে ট্রেন এ করে দার্জিলিং... ধন্যবাদ সাথে থাকার জন্য...
Deleteআপনি সরাসরি কলকাতা থেকে দার্জিলিং ট্রেনে যেতে পারবেন না একমাত্র উপায় নিউ জলপাইগুড়ি জংশন থেকে সকাল আটটা কুড়িতে একটাই ট্রেন যায় স্টিম ইঞ্জিন যারা ভাড়াদেড় হাজার টাকা পার হেড
Deleteআমি যেদিন কলকাতা যাব ঐ দিন রাতে কি দাজলিং এর ট্রেন পাব?
ReplyDeleteপাবেন কিতু টাকা বেসি লাগবে
Deleteহ্যাঁ কলকাতায় গিয়েই পাবেন... ধন্যবাদ সাথে থাকার জন্য...
ReplyDeleteটিকিট কি ওইদিন গিয়ে কাটা জাবে
ReplyDeleteহ্যা যাবে ভাই.... ধন্যবাদ সাথে থাকার জন্য
Deleteভাই আমি কলকাতা হয়ে দার্জিলিং ভ্রমন শেষ করে ফেরার সময় চেংরাবান্ধা হয়ে আসতে পারবো ?
ReplyDeleteহ্যা পারবেন যদি আপনার ভিসাতে পোর্ট এন্ট্রি ও এক্সিট চেংরাবান্ধা দেওয়া থাকে, ধন্যবাদ সাথে থাকার জন্য
Deleteশিয়ালদাহ স্টেশনে কি টিকেট পাওয়া যায়?
ReplyDeleteআমাদের পেয়ারলেস প্লেস স্ট্রিটে গিয়ে যোগাযোগ করতে বলে শিয়ালদহ ষ্টেশন এর লোকজন?
দার্জিলিং থেকে কলকাতা কিভাবে আসবো ট্রেনে সেটা একটু বলবেন প্লিজ? ২০ তারিখে আমি যাব। টিকেট কত আগে বুকিং করে রাখা লাগে?
ReplyDeleteভাই আমার চ্যাংড়াবান্ধা দিয়ে এন্ট্রি ও এক্সিট। আমি কি গেদে বর্ডার দিয়ে ঢুকতে বেরোতে ও পারব?
ReplyDeleteআমি কি ভ্রমণের ভিসায় ডাক্তারদেখাতেপারব?
ReplyDeleteপারবেন
Deletehelping content
ReplyDeleteআমি বুড়ীমারি হয়ে দর্জিলিং যাই আসার সময় কি বেনাপল বা হিলি হয়ে আসতে পারব।
ReplyDeleteদিনের বেলা ট্রেন আছে? ট্রেনের নাম।
ReplyDelete