ভাটিয়ারী ভ্রমন

ভাটিয়ারী 

বৃহস্পতিবার রাতের ট্রেন তুর্নায় করে রওনা হই আমরা তিনজন ৷ উদ্দেশ্য ভাটিয়ারী আর পারকী সমু্দ্র সৈকত ৷ সকাল ৭ টায় আমাদের ট্রেন পৌছায় চট্টগ্রাম ৷ সেখান থেকে ৪ নাম্বার বাস এ করে আমরা চলে আসি ভাটিয়ারী ৷ সকালের নাস্তা টা করে একটি সিএনজি রিজার্ভ করে ফেলি ৷ সিএনজি তে করে রওনা হই ক্যাফে ২৪ এর দিকে ৷ ক্যাফে ২৪ আর্মি দ্বারা পরিচালিত এক পার্ক ৷ ভাটিয়ারী থেকে হাটহাজারী সংযোগ সড়কে ৭ কিমি পর, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এর একটু আগেই অবস্থিত ৷

ক্যাফে ২৪ এ এসে আমরা ৩ টা টিকেট কেটে প্রবেশ করলাম ভিতরে ৷ হাতের ডানপাশে গ্রাম্য পরিবেশের মতো করে কিছু ঘর ৷ বায়ে সুবিশাল একটি লেক, আর সামনেই এডভেঞ্চার ট্রেইল এর একটি পাহাড় ৷ ইচ্ছা ছিলো এডভেঞ্চার ট্রেইল টা ট্রাই করবো কিন্তু দেখলাম দড়ি দিয়ে হেটে পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হবে,এটুকু তে আমি কোনো এডভেঞ্চার খুজে পেলাম না ৷ লেকে মাছ ধরার ব্যাবস্থা টা মজার লাগলো ৷ কিছুক্ষন বাঙালী ঘর এর মধ্যে মজা করলাম,পাশেই চাকমা,মুরং,ত্রিপুরা ঘর বানিয়ে রাখছে ৷ ক্যাফে ২৪ ঘুরা শেষে চলে গেলাম ভাটিয়ারী লেক এর পাশে ৷ অসাধারণ সুন্দর,লেক এর সাথেই পাহাড় আরেক পাশে ভাটিয়ারী গল্ফ ক্লাব ৷ ভাটিয়ারী গল্ফ ক্লাবে প্রবেশ করার অনুমতি তো নেই,লেক এর পাড়ে কিছুক্ষন নীরব সময় কাটিয়ে চলে গেলাম সানসেট পয়েন্ট এ ৷ যদিও সন্ধ্যায় না গিয়ে আমরা গিয়েছিলাম দুপুরের তপ্ত রোদ এ ৷ সানসেট পয়েন্ট আর্মিদের পরিচালিত, এটি BMA এর পাশেই ৷ সানসেট পয়েন্ট এ অসাধারণ এক ভালো লাগা ৷ দূরের সমুদ্রের বিশাল বিশাল জাহাজ দেখা যাচ্ছে ৷ আকাশের রং এর সাথে মিশে গেছে সমুদ্রের পানির ঢেউ এর রং ৷ ঐ দূরের সমুদ্রের বাতাস আমাদের শরীর ঠান্ডা করে দিচ্ছিলো ৷ এককথায় সানসেট পয়েন্ট সময় কাটানোর আদর্শ যায়গা ৷এর পর সানসেট পয়েন্ট এর পাশের লেকটাতে ঘণ্টা খানেক বোটিং করলাম। ছেড়ে যেতে চাচ্ছিলো না মন,কিন্তু যেতে তো হবেই ৷ পরবর্তী গন্তব্য পারকী সমুদ্র সৈকত ৷

ভাটিয়ারী ঘুরার জন্যে কোনো বাস নেই ৷
সিএনজি তে করে ঘুরতে পারবেন পুরোটা ৷ সব ঘুরে আসতে ৩০০-৪০০ টাকা লাগবে ৷ ইসলাম কাকা +8801925573689 (সিএনজি চালক) ৷ ক্যাফে ২৪ এর টিকেট ২০ টাকা করে ৷

ভাটিয়ারীর কিছু ছবিঃ

ভাটিয়ারীর আঁকা বাকা সড়ক


ভাটিয়ারী গল্ফ ক্লাব এর প্রবেশ পথ
প্রকৃতি 
ক্যাফে ২৪ 

ক্যাফে ২৪ এর খাবার রেস্টুরেন্ট 
ক্যাফে ২৪ এর লেক 
পানির নিচের উদ্ভিদ
সানসেট পয়েন্ট
BMA এর ভবন
দূরের সুমুদ্রে জাহাজ 

ভাটিয়ারী থেকে দুপুর ১২ টায় আমরা ৪ নাম্বার বাস এ উঠলাম ৷ আমাদের গন্তব্য নিউমার্কেট ৷ প্রচন্ড গরম আর ধীর গতিতে চলা বাস এ এক দফা ঘুম হয়ে গেলো ৷ দুপুর ১ টায় নিউমার্কেট পৌছাই আমরা ৷ সেখান থেকে সিএনজি করে চলে যাই নতুন ব্রীজ ৷ দুপুরের খাবার নতুন ব্রীজ এলাকার একটি হোটেল এ করে নেই ৷ শুক্রবার হওয়াতে আমাদের বাজেট এর মধ্যে সিএনজি পেতে বেগ পেতে হয়েছিলো ৷ অনেক দামাদামির পর একজন পেলাম যে পারকী নিয়ে যাবে এবং সেখান থেকে দামপাড়া নিয়ে আসবে ৷ উঠে বসে আমরা সিএনজি তে,কিছুক্ষণ পর থেকেই দেখি রাস্তা অসহনীয় খারাপ ৷ পুরো রাস্তাটাই কর্নফুলী নদীর মোহনায় ৷ প্রায় ৪০ মিনিট পর একটা সৈকত দেখে চক্ষু আমার কপালে!! মনটাই ভেঙ্গে গেলো ৷ মন বলতেছে ধূর কোথায় আসলাম ৷ তৎক্ষণাৎ থানার নাম পটিয়া দেখে মনে আবার স্বস্থি ফিরলো ৷ কারন আমাদের গন্তব্য পারকী তো আনোয়ারা থানাতে অবস্থিত ৷ তারপর থেকে একটা অসাধারণ পথে যাত্রা শুরু হলো ৷ রাস্তার দুই ধারে ঝাউ গাছ, এতো গরমের মধ্যে প্রশান্তির ছায়া ৷ আরও প্রায় ৩০ মিনিট চলার পর আমরা পৌছালাম পারকী সমুদ্র সৈকত এ ৷ বিকেল তখন ৩ টা ১৭ মিনিট ৷ সমুদ্রের ঢেউ আর নীরবতা দেখে শান্তির হাওয়া লাগলো ৷ একটা চেয়ার দেড় ঘন্টার জন্য নিলাম ৷ ব্যাগ রেখে,পায়ের জুতা খুলে দৌড় পানির দিকে ৷ বালুতে নাম লেখা,নাচানাচি,দৌড়াদৌড়ি যা আসলো মনে সব ই করলাম ৷ একটা প্যান্ট ছাড়া আর কিছুই নিয়ে না যাওয়াতে গোসল করা আর হয়ে উঠলোনা ৷ পারকী সৈকতের নিরাপত্তা ব্যাবস্থা ও যোগাযোগ ততটা ভালো না হওয়ায় বিকেল ৫ টার সময় ফিরতে হলো আমাদের ৷ তখন আমার মাথায় আসলো বাস যেহেতু ১১ টায় পতেঙ্গা যাওয়া যাক ৷ পতেঙ্গার উদ্দেশ্যে আমাদের সিএনজি চলে আসলো কাফফো সিমেন্ট কারখানা সংলঘ্ন কর্ণফুলী ঘাটে ৷ সেখান থেকে নৌকা তে করে নদী পার হয়ে আমরা পৌছালাম চট্টগ্রাম কর্ণফুলী ১৫ নং ঘাটে ৷ সেখান থেকে অটো তে করি আসি পতেঙ্গা তে ৷ তবে পতেঙ্গা কে কোনো দিক দিয়েই আমার সমুদ্র সৈকত মনে হয়নি!!

খরচঃ
ভাটিয়ারী-নিউমার্কেট= ১৮ টাকা(৪ নং)
নিউমার্কেট-নতুন ব্রীজ=১৫ টাকা(সিএনজি)
নতুন ব্রীজ-পারকী সৈকত-নতুন ব্রীজ
৮০০-১০০০(শুক্রবার)
৬০০-৮০০(অন্যান্য দিন)
কাফফো ঘাট-১৫ নং ঘাট=৩০ টাকা


আরও কিছু ছবিঃ 

নীরব সমুদ্রের তট




========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

Post a Comment

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.