সড়ক পথে ভারত ভ্রমণের সময় পোর্ট অব এন্ট্রি

পোর্ট অব এন্ট্রি
অনেকেই প্রশ্ন করেন ভরতের ওই জায়গায় যেতে হলে পোর্ট অব এন্ট্রি কোনটা দিব । বা আসার সময় কি দিব, তাদের সাহায্যর জন্য এই ডকুমেন্ট । উল্লেখ্য ভারতে ভ্রমণের সময় খেয়াল রাখতে হবে শুধু সড়কপথে গেলে যেদিক দিয়ে যাবেন আসার সময় সেদিক দিয়েই আস্তে হবে। যদি আপনি এন্ট্রি দেন চেংরাবান্ধা কিন্তু এক্সিট দেন বেনাপোল তাহলে আপনি ভিসা নাও পেতে পারেন । আর কিছু কিছু জায়গা দিয়ে সড়ক বা রেল পথ আছে এবং বিমান দিয়ে গেলে কোন এন্ট্রি বা এক্সিট পোর্ট দেয়া লাগে না । 

  1. মেঘালয়,শিলং,আসাম যেতে হলে সড়ক পথে যেতে হবে সিলেট দিয়ে । এক্ষেত্রে পোর্ট অব এন্ট্রি হবে ডাউকি যা সিলেটের তামাবিল সীমান্তে অবস্থিত।
  2. কোলকাতা হয়ে ভারতের অন্যান্য যায়গায় যেতে হলে বা শুধু কোলকাতা যেতে হলে সড়কপথে যেতে হবে বেনাপোল দিয়ে। এক্ষেত্রে এন্ট্রি হবে হরিদাসপুর দিয়ে। এর পাশ দিয়ে গেডে নামক আরেকটি বরডার আছে যেখান দিয়ে ট্রেন এ যাওয়া যাবে কোলকাতা যা কোলকাতার চিতপুর স্টেশন এ পৌছায়। 
  3. ত্রিপুরা বা আগরতলা যেতে হলে আখাউরা/আগরতলা বর্ডার দিয়ে যাওয়া যাবে 
  4. দার্জিলিং বা এর আশে পাশে যেতে হলে চেংরাবান্ধা বুড়িমারি বর্ডার ।
  5. সড়কপথে দার্জিলিং, ডুয়ারস, নেপাল, ভুটান , সিকিম (অনুমতি সাপেক্ষে) ইত্যাদি জায়গায় যেতে হলে বাংলাবান্ধা ফুলবাড়ি সীমান্ত দিয়ে যেতে হবে । উল্লেখ্য চেংরাবান্ধা সীমান্ত দিয়েও যাওয়া যাবে। 
  6. মুর্শিদাবাদ বা এই সংলগ্ন এলাকায় যেতে হলে সোনামসজিদ/ মহদিপুর সীমান্ত দিয়ে যেতে হবে।

ভারতের রেল ব্যবস্থা অনেক উন্নত সুতরাং যে বর্ডার দিয়েই ঢুকেন না কেন রেলপথে ভারতের প্রায় সব জায়গায় যাওয়া যায় ।উল্লেখ্য আরো আপডেট কেউ জানলে এডিট করার অনুরোধ রইল।


========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

Post a Comment

  1. আমি যদি ভিসায় যাতায়াত সড়ক পথ উল্লেখ করি তাহলে কি বিমানে যেতে বা আসতে পারব?

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ... ধন্যবাদ সাথে থাকার জন্য...

      Delete

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.