সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমনের খরচ-খরচা

সেন্ট মার্টিন
  • সরাসরি ঢাকা-টেকনাফ নন এসি বাস-৯০০/- ভাড়া, আপনি ইচ্ছা করলে ঢাকা থেকে কক্সবাজার ঘুরে টেকনাফ যেতে পারেন, সেক্ষেত্রে, ঢাকা-কক্সবাজার বাস ভাড়া ৮৫০/- তারপর কক্সবাজার টু টেকনাফ বাস ভাড়া -১২০-১৫০/-
  • টেকনাফ ঘাট থেকে শীপ আছে এমভি বাঙ্গালি/কেয়ারি সিন্দবাদ/কাজল/কুতুবদিয়া-৫৫০/৭০০/৭৫০/৯৫০ টাকা দামের শীপ  টিকিট আছে।
  • সেন্ট মার্টিনে হোটেল রুম-১৫০০/১৮০০/২০০০/২৫০০/৩০০০/৩৫০০ ইত্যাদি দামের হোটেল আছে কাপলদের ও ডাবলদের জন্য (যেহেতু শীত কালে সীজন তাই ভাড়াটা একটু বেশী বন্ধ/শুক্রবার বা সরকারি দুই তিনদিনের ছুটিতে।তবে কম দামের রুমও পাবেন তবে তা আপনাদের এ্যাডজাষ্ট করার মানসিকতা থাকতে হবে)
  • সেন্ট মার্টিনে দুপুরের খাবার:-১৫০/১৭০ টাকা
  • বারবিকিউ:-২৫০-৩৫০(মুরগি ও মাছের মাঝে দামের হেরফের আছে)
  • সেন্ট মার্টিনে সকালের নাস্তা:-৫০-৬০/-
  • সেন্ট মার্টিন থেকে ছেড়াদ্বীপ :-২০০/(সেয়ারে) জনপ্রতি,১৬০০-২০০০/- (রিজার্ভে) ১০-১২ জন উঠা যায়
আশা করি সবার হিসাব করতে সুবিধা হবে।

আর ডিটেইলস জানতে দেখুন সেইন্ট মার্টিন দ্বীপের আদ্যোপান্ত

========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

Post a Comment

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.