বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

ইদানিং বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত নিয়ে অনেক আলোচনা দেখি। এটার ব্যতিক্রমতার কারনে অনেকেই গিয়েছে ওখানে। অনেকে যাওয়ার প্ল্যান করে রাখসে,শহরতলী থেকে, শহরের বাইরে থেকেও। একটা বিষয় কেউ বলে নি মনে হয়। বিচের লোহার+প্লাস্টিক এর  ব্রিজটাই প্রধান আকর্ষণ,এ সৈকতের। এ ব্রিজটা কিন্তু ব্যক্তিমালিকানাধীন, এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির মালিকানায় নির্মিত যা একান্তই সন্দ্বীপবাসীদের চলাচলের জন্য। ব্রীজ টা প্লাস্টিক এর,কারন সমুদ্রের উপর করা, 
আর লবনাক্ত পানি লোহা বা স্টিল তারাতারি ক্ষয় করে ফেলে,......

আর এটা মজবুত খুটি ছাড়া নির্মিত,যার কারনে রিস্কি। আর এটাতে অনেক মানুষ উঠলে সমূহ ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যায়। এজন্য অনেকজন এক সাথে গেলে বিমুখ হয়ে ফিরে আসার সমূহ সম্ভাবনা আছে,বিশেষ করে শুক্রবার বিকালে গেলে। অন্য সময়ে মানুষ কম থাকলে হয়তো যেতে পারবেন। সাগর থেকে প্রায় আধা কিলোমিটার ভিতরে যাওয়ার অনুভূতিটা আসলেই অসাধারণ। তবে এ জিনিসটা মাথায় রাখবেন আরকি। গতকাল গিয়েছিলাম। ব্যাপারটা জানতাম না।

তবে কুমিরা ঘাটঘরে যেতে পারেন,ওটাও সেম ঘরানার,তবে সিমেন্টের ঢালাই ব্রিজ আরকি। ওটাও শুনেছি,সেম মানুষের বানানো। তবে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত,আর বাশবাড়িয়ারটা সংরক্ষিত।
হ্যাপি ট্রাভেলিং

বাঁশবাড়িয়া
সাগরের বুকে হেঁটে যাওয়ার এক রাস্তা (ছবিতে দেওয়া)।
বিকেলের সময়টায় যাওয়া ভালো। আর ভাটার সময়ই এই রাস্তা দেখা যায়,জোয়ারে পুরো রাস্তা পানির নিচে থাকে। সুতরাং, রাস্তা না দেখে, শুধু অনুমান করে সামনে না আগানোই ভালো।

ভাটার সময়

কিভাবে যাবেনঃ 

চট্টগ্রাম হইতে যেভাবে যাবেন....
এ, কে খান থেকে যে কোন লোকাল বাসে উঠে বাঁশবাড়িয়া বাজারে নামতে হবে। ভাড়া জন প্রতি ৩০-৩৫ টাকা। বাঁশবাডিয়া বাজার নেমে সি,এন জি করে সৈকতে যেতে হবে। ভাড়া জন প্রতি ২০ টাকা। বাশবাড়িয়া বাজার থেকে জাস্ট ২০ টাকা জনপ্রতি সি এন জি ভাড়া, বললেই হবে ঘাটে যাবো। সি এন জি থেকে নেমে সোজা হেটে চলে গেলেই পাবেন এই ব্রীজ।


এই সৈকতের মূল আকর্ষন প্রায় আধা কিলোমিটার এর বেশি আপনি সমুদ্রের ভিতর হেটে যেতে পারবেন। শুক্রবারে গিয়েছিলাম মানুষ বেশি থাকায় ব্রিজে উঠতে দিলনা।কিন্তু আমরা হালছাড়ার পাত্র ছিলাম না। হাঁটা শুরু করি কাদা দিয়ে ব্রিজের পাশ ধরে। ১০/১৫ মিনিট হাঁটার পর কৌশলে উঠে গেলাম ব্রিজে। ব্যক্তিমালিকানা তাই উঠতে দিতে চাইনি।

অফডে ছাড়া গিলে অনায়সে ঘুরে আসতে পারেন ব্রিজের উপর।অন্যরকম একটা ফিলিং।। জায়গাটা সেইফ রাতের ৮ টায় ফিরেছিলাম কোন সমস্যা হয়নি।। স্পিড বোটে করে জনপ্রতি ৪০০টাকা (আপডাউন) সদ্বিপ ঘুরে আসতে পারেন। ২০মিনিট মত সময় লাগে।


========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

সাগরের বুকে হেঁটে যাওয়ার এক রাস্তা। বিকেলের সময়টায় যাওয়া ভালো। আর ভাটার সময়ই এই রাস্তা দেখা যায়,জোয়ারে পুরো রাস্তা পানির নিচে থাকে। সুতরাং, রাস্তা না দেখে, শুধু অনুমান করে সামনে না আগানোই ভালো।

Post a Comment

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.