যাবেন নাকি ধামরাই এর সেই শতবর্ষী বটগাছ দেখতে?

ষাইট্টা বটগাছ

ধামরাই এর সেই শতবর্ষী বটগাছ এর নাম "ষাইট্টা বটগাছ"

A.r. Nishat এর রিভিউ থেকে সংগৃহীত।

২দিন আগে TOB গ্রুপে Nazif ভাই এর পোষ্ট দেখে জানতে পারলাম তিনি শুক্রবারে ধামরাই এর সেই শতবর্ষী বটগাছ দেখতে যাচ্ছেন। মুলত আমি ভাইকে চিনতাম না। ভাবলাম ভাইকে একটু নক দেই। যেমন ভাবা তেমন কাজ। ভাইতো মাশাআল্লাহ্ মহান হৃদয়ের মানুষ, আমাকে বললেন নো প্রব্লেম। আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন।

তিনি থাকেন আশুলিয়াতে তাই আমাকে খুব সকালেই রওয়ানা দিতে বললেন। আমি যখন বাসা থেকে বের হই তখন ভোর ৫.৩০ মিনিট। ডি-লিংক এর বাসে উঠে নবীনগর নামি। ভাড়া ৪৫ টাকা। ওখান থেকে তারা ২জন সহ আবার বাসে করে প্রতিজন ১০ টাকা দিয়ে দুলিভিটা নামি। এরপর অটোতে করে ধামরাই বাজার যাই। ভাড়া ৫ টাকা। ওখানে আমরা নাস্তা সেরে যাদবপুর, ষাইট্টা গ্রামের উদ্দেশে অটো রিজার্ভ করি ২৫০ টাকায়। (যদিও ওরা ৩০০/৪০০ চাইবে, আপনাকে দামাদামি করে নিতে হবে)। আমরা যখন গাছের খানিকটা কাছাকাছি পৌছাই তখন সবাই হা হয় যাই। আরে এতো বরই গাছ। (আসলে গাছটা ডালপালা দিয়ে চারদিক দিয়ে এমনভাবে আবৃত যে আপনাকে খানিকের জন্য বরই নিয়ে ভাবতে হবে 😜)

বটগাছ

সকল জল্পনা কল্পনা শেষে যখন আমরা গাছের গাছে গেলাম তখন আরও অবাক হলাম। কারন প্রায় ২ শত বছর বয়সী এই গাছটি ৩ একর যায়গা দখল করে আছে। গাছটির নিচে নাকি একটা কালি মন্দির আছে। প্রতিবছর এখানে মেলা বসে। তবে যারা যাবেন একটু সাবধানে থাকবেন, কারন গাছের ফাঁকে ফাঁকে চিকন সাপ থাকতে পারে। মুলত জায়গাটা অনেকটা ভিতরে তাই অটোতে কিছুটা সময় লাগে।

তবে প্রব্লেম হলো, আপনাকে যে অটোতে যেতে হবে ঐ অটোতেই ব্যাক করতে হবে। অন্যথা আপনি ওখান থেকে আসার মত কিছু পাবেন না। আর হ্যা চাইলে আপনি জিরানি থেকেও যেতে পারেন যদি পরেরদিন বাসায় এসে কাউকে আপনার সমস্ত শরীর ম্যাসেজ করে দিতে ম্যানেজ করতে পারেন। 😂

রুট : ঢাকা -নবীনগর -দুলিভিটা -ধামরাই বাজার -শিমুলিয়া -ষাইট্টা  গ্রাম।

A.r. Nishat এর রিভিউ থেকে সংগৃহীত।


========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।


Post a Comment

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.