বারৈয়াঢালা ট্রেইল

বারৈয়াঢালা ট্রেইল
বর্ষায় Beginner ঝর্না প্রেমিদের জন্য এক আদর্শ ট্রেইল

বারৈয়াঢালা ট্রেইল: ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে,বড় দারোগারহাট থেকে,ফটিকছড়ি-বারৈয়াঢালা ১৬কি,মি মুল সড়কের প্রায় শুরুর দিকে এর অবস্থান।

বিস্তারিত:
যারা ঝর্নার ছবি দেখে আফসোসের ঘোরে ডুবে পড়েন,
★ইস আমি যদি যেতে পারতাম?
★আমি কি হাটতে পারবো?
★ঝিরির জ্বলে পা ভিজিয়ে অরন্যের নির্জনতায় হারিয়ে যদি কোন ঝর্নার জ্বলে দাঁপিয়ে উল্লাসিত হতে পারতাম?
তাদের জন্য এই ট্রেইল টি একের ভিতর চার নয়,১০ ১২।

বড় দারোগার হাট থেকে মাত্র ১৫ টাকা cng ভাড়া দিয়ে বারৈয়া ঢালা-ফটিকছড়ি রাস্তার রেলক্রসিং এ নেমে ১৫ মিনিট ফটিকছড়ির দিকে হাটলেই একটি বাঁক পাবেন,
রাস্তাটি বামে মোড় নিয়েছে,আর আপনি সোজা নিচে নেমে যাবেন পায়ে হাটা পথ ধরে,৫ মিনিট হাটলেই পেয়ে যাবেন ঝিরিপথ,ঝিরি ধরে আরো ১৫ মিনিট হাটলেই দেখবেন মুলঝিরি ভাগ হয়ে গেছে,দুইটি উপঝিরি তে

মনে রাখবেন,বামের ঝিরি টির নাম "মইষা ছড়া" আর ডানের ঝিরিটি "ইছাকুম্বা"।
এবার "মইষা ছড়া" ধরে এগিয়ে গেলে কমপক্ষে ৮ টি ছোট ঝর্না পাবেন,যদি আপনি ঘন বর্ষায় যান,আর ট্রেইল perfect for a Beginner,খুবই সহজ যদি না ফ্লাশফ্লাড থাকে।১:৩০মি, এ সব হয়ে যাবার কথা,সবদেখে শেষ করে এসে আবার Y জংশন এ এসে এবার "ইছাকুম্বা" ট্রেইলে যাবেন,সেখানে পথটা আগের চেয়ে একটু কম সহজ,তবে কোন রাস্তাতেই উঠানামা নেই আহামরি, এ যেন ঝর্নার মেলা বসে আছে।ট্রেইল ধরে ২০ মিনিটস হাটার পর অপুর্ব "ইছাকুম্বা-১"ঝর্না পাবেন,ছবিতে ১ম টি।তার ঠিক উপরেই "ইছাকুম্বা-২" ছবিতে-১মটির ঠিক নিচে। ঝর্না পাবেন,আমার মতে বাংলাদেশের"one of the best campsite" আমি প্রথমে ঘোর বর্ষায় গিয়ে পরে বর্ষার শেষে ক্যাম্পিং করে এসেছিলাম,আমার ফিউরিয়াস ভাইদের নিয়ে,ছবিতে ক্যাম্পসাইট।পুরা ইছাকুম্বা ট্রেইল ঘুরে আসতে ১ঘন্টা লাগবে,যদি না আপনি ক্যাম্পিং করে ইছাকুম্বার আরো উপরে যেতে চান(উপরে আরো কয়েকটি খুমও আছে,সাথে সুন্দর ক্যাসকেড)


তবে ১ দিনের ট্যুরের ক্ষেত্রে দেশের সর্বাধিক ছোট ঝর্নার ট্রেইল(সম্ভবত)সবমিলিয়ে ১০-১২ টার ও বেশি,ছবিতে ডানপাশের ঝর্নাগুলো মইষাছড়া ট্রেইলের।

তো আর কিসের আফসোস আর শুধু বর্ষার অপেক্ষা।।। নয়তো ক্যাম্পিং ও করে আসতে পারেন,মাছের প্রাচুর্যের গ্যারান্টি আমি দিলাম,আমরা খালি হাত দিয়ে প্রায় ১কেজির উপরে চিংড়ী ধরে ছিলাম,আর রাত ২টায় ঝর্না পাশে হ্যামকে ঝুলে,স্ন্যাক্স এর মতো খেয়েছি, আহ: সে স্বাদ কি ভুলবার মতো।

আর চাইলে সাথে আরেকটা ট্রেইল ও করতে পারেন,যেখান থেকে ট্রেইল শুরু হবে সেখানে ফিরে ফটিকছড়ি রোডে আরো ৩০মি, হাটার পর রাস্তায় একটা সরু ঝর্না দেখবেন,তার ৫মি, সামনে বামের হাটাপথ ধরে নেমে গেলে,আপনি সোজা কমলদহ ট্রেইলের উপরে গিয়ে নাম্বেন।

যাবার উপায়:
১)ঢাকা-বড়দারোগারহাট(বাস)-বারৈয়াঢালা ফটিকছড়ি রোড,রেলক্রসিং(cng)-লিখা অনুসরণ করে যাবেন/লোকাল কাউকে নিয়ে।সেম ওয়ে তে ফিরে আসবেন।
★ঢাকার বাস গুলো আপনাকে খুব ভোরে নামাবে,তাই আলো ফোটার অপেক্ষা করবেন।
ভাড়া-যাওয়ার সময়:৪০০-৮০০(মান ভেদে)
ফেরার সময়:৩০০ টাকাতেই ফিরতে পারবেন।
★ট্রেনে ফেনী নেমে ও যেতে পারেন,ওখান থেকেও আসা যাবে,ভাড়া-১৮০ হবে মেইল ট্রেনে,কিন্তু আমি রিকমেন্ড করি না।
২)ঢাকা-বড়দারোগার হাট-বারৈয়াঢালা ফটিকছড়ি রোড-বারৈয়াঢালা ট্রেইল-কমলদহ ট্রেইল-বড়দারগার হাট-ঢাকা।

খাবার ব্যবস্থা:
বড় দারোগার হাটে সাধারণ মানের ভাতের হোটেল আছে,যদি ডে ট্রিপ দেন,ফিরে এসে খেতে পারেন,
আর ক্যাম্পিং করলে,প্রায় সবই বাজারে পাবেন।

========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

Post a Comment

  1. ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার জন্য❤️

    ReplyDelete
  2. খুব সুন্দর লিখেছেন অসংখ্য ধন্যবাদ এই জায়গা নিয়ে আপনি কিছু লেখালেখি করার জন্য

    ReplyDelete

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.