মাত্র ১২০০ টাকায় ১ দিনের মধ্যে পাহাড়, ঝর্না, ইকোপার্ক,সমুদ্র সৈকত

বাঁশবাড়িয়া সৈকত
২৮ এপ্রিল, ২০১৭

ঘুরে আসুন মাত্র ১২০০ টাকায় রাজার হালে ১ দিনের মধ্যে পাহাড়, ঝর্না, ইকো পার্ক,সমুদ্র সৈকত। (২ জনের জন্য সদস্য বাড়লে খরচ আরও কমে যাবে।)

১। নাপিত্তা ছড়া (পাহাড়, ঝর্না)
ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোনো লোকাল বাস ২৫০ টাকা ভাড়া। নওদুয়ারি মসজিদ বললেই নামিয়ে দিবে। ১২টার বাসে উঠলে ৫-৭ টার মধ্যে সহজেই পৌঁছে যেতে পারবেন। ঐ খানেই কলা রুটি দিয়ে নাস্তা সেরে নিবেন। ঐখানেই অনেক গাইড বসে থাকে। ৩০০ টাকা দিয়ে গাইড নিয়ে নাপিত ছড়া সহ আর ২টি ঝর্না দেখতে পারবেন। ১১-১২ টার মধ্যে নাপিত ছড়া দেখে ফিরে আসতে পারবেন। তারপর ঐ খানে লেগুনা পাবেন লেগুনা করে সীতাকুণ্ড বাজারে নামবেন। বাজারে দুপুরের খাবার ভাল ভাবে খেলেও ১২০-১৫০ টাকার বেশি লাগবে না।


২। সীতাকুণ্ড ইকো পার্ক (পাহাড়, ঝর্না, ইকো পার্ক)
তারপর রিক্সা ভাড়া করে সীতাকুণ্ড ইকো পার্ক চলে যাবেন। ভাড়া ৬০-৮০টাকা। তারপর টিকেট কেটে ঢুকে পরবেন পার্কে। দেখবেন সিএনজি ভাড়া পাওয়া যায়। ৫০ টাকা এক জন করে সহস্রধারা ঝর্না পর্যন্ত নিয়ে যাবে। তারপর হেটে হেটে ব্যাক করবেন। কারন আপনি যদি হেটে হেটে সহস্রধারা পর্যন্ত জান তাহলে আপনার অবস্থা ভয়াবহ খারাপ হয়ে যাবে। কারন আপনাকে পাকা রাস্তা হেটে হেটে কয়েক হাজার ফুট উপরে উঠতে হবে। তাই যাওয়ার সময় সিএনজি আসার সময় হেটে আসবেন। সময় এবং কষ্ট দুইটাই কমে যাবে। এই সিজেনে গেলে অবশ্যই ৫ টার মধ্যে সহস্রাধারা এবং সুপ্তধারা শেষ করবেন। তারপর আবার সিএনজি করে মুল রাস্তায় ফেরত আসবেন ভাড়া জন প্রতি ৫০ টাকা।

৩। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
তারপর লেগুনা দিয়ে বাঁশবাড়িয়া বাজার ১৫ টাকা ভাড়া। নেমে দেখবেন রাস্তার ঐ পারে সিএনজি দারিয়ে আছে। বাঁশবাড়িয়া সৈকত বললেই নিয়ে যাবে। জন প্রতি ভাড়া ২০টাকা। আর এই সৈকতের মুল আকর্ষণ হল, প্র্রায় আধা কিমি এর বেশি আপনি সুমুদ্রের ভিতর হেটে যেতে পারবেন। ভিডিও দেওয়া আছে বুঝতে পারবেন। যদিও সবাই এইটাকে সুমুদ্র বলে কিন্তু গুগল ম্যাপে এইটা খাল দেখায়। তবে সুমুদ্রের মতই বড় বড় ঢেউ আছে। বাঁশবাড়িয়াতে ডুবন্ত লাল সূর্য দেখে বাঁশ বাড়ী বাজারে হাল্কা নাস্তা করে ঢাকায় ব্যাক। রাস্তা জ্যাম না থাকলে ১১-১২ টার মধ্যে ঢাকা আসতে পারবেন।
বাঁশবাড়িয়া নিয়ে আমার আরও একটি পোস্ট আছে, পোস্টটি পড়ুনঃ বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

সৌজন্যে Lovelu Islam


========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

Post a Comment

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.