চাঁদ গাজী ভুঞার মসজিদ

চাঁদ গাজী ভুঞার মসজিদ
এটি চাঁদ খাঁ মসজিদ নামেও পরিচিত।হিজরি ১১১২ সালে জনৈক চাঁদ গাজী ভুইয়া নামক এক ব্যাক্তি ২৮ শতক জমির ওপর এ মসজিদটি নির্মাণ করেন।ফেনীর ছাগলনাইয়ায় চাঁদগাজী ভূঞা জামে মসজিদ অবস্থিত। এক সারিতে তিনটি গম্বুজ অবস্থিত যার মধ্যে মাঝখানের গম্বুজটির আকার তুলনায় বড়। মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে গম্বুজের উপরে পাতা এবং কলসের নয়নাভিরাম নকশা করা হয়েছে। এছাড়া একই ধরনের স্থাপত্যশৈলীর ১২ টি মিনার রয়েছে এবং দরজার উপরে টেরাকোটার নকশা রয়েছে। মসজিদের সামনের অংশে শ্বেত পাথরের নামফলকে এর বর্ণনা রয়েছে।

যেভাবে যাবেন :

ফেনী(মিজান রোড) - ছাগলনাইয়া- চাঁদগাজী বাজার- চাঁদগাজী ভূঞা মসজিদ।











========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

Post a Comment

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.