কাপ্তাই লেকে কায়াকিং

কাপ্তাই লেকে কায়াকিং

কাপ্তাই লেকে কায়াকিং।

যেভাবে যাবেন:
১. ঢাকা থেকে শ্যামলী/এস আলম/ সৌদিয়া পরিবহনের কাপ্তাই এর বাসে উঠলে জুম রেস্তোরার সামনে নামা যাবে । ভাড়া ৫৫০ টাকা।

. চট্টগ্রাম বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে বাসে করে কাপ্তাই জুম রেস্তোরা । নেমে ১ মিনিট হাটলেই বনশ্রী রেস্টুরেন্ট।এই রেস্টুরেন্টের ম্যানেজার আবসার ভাই কাপ্তাই কায়েক ক্লাব ("Kaptai Kayak Club") চালান।বাসে ভাড়া ৬০ টাকা ।

কেউ বাসে না গিয়ে চাইলেই কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি করে লিচু বাগান (ভাড়া ৫০ টাকা) গিয়ে লিচু বাগান থেকে আবার সিএনজি করে জুম রেস্তোরা নামতে পারেন (ভাড়া ২৫ টাকা)।

প্রতি ঘন্টা কায়েকিং ৩০০ টাকা । কিন্তু স্টুডেন্টের জন্য ২০০ টাকা রাখা হচ্ছে( এই অফার কতদিন চলবে জানি না)। এক বোটে ২ জন। সো জনপ্রতি ১৫০/১০০ পরবে। চাইলে একা একা ও কায়াকিং করা যাবে । সো জোড়ায় জোড়ায় গেলে খরচ কম পরবে বাট সিঙ্গেল গেলেও সমস্যা নাই।
সবাইকে লাইফ জ্যাকেট সরবরাহ করা হয়। সো সাতার না জানলেও সমস্যা নাই।
টাইমিংঃ  সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত।


কায়াকিং

*সাঁতার জানলে ভালো, না জানলেও সমস্যা নাই। ওনারা লাইফ জ্যাকেট সরবরাহ করবে।

যোগাযোগ, আবসার ভাই : 01823771775


কাপ্তাই লেকের বুকে অসাধারন অভিজ্ঞতা নিতে চাইলে ঘুরে আসুন।

সৌজন্যেঃ  TOB ও Kaptai Kayak Club


========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

Post a Comment

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.