কালেঙ্গায় One Dreamy Night

ক্যাম্পিং
কালেঙ্গার অভয়ারণ্য জঙ্গলে ক্যাম্পিং 

রুটঃ
ঢাকা-শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট-কালেঙ্গা

খরচঃ মাত্র ১০০০ টাকার মধ্যে ঘুরে আসুন সিলেটের রেমা কালেঙ্গা !

যেভাবে যাবেনঃ
ঢাকা থেকে ট্রেনে যাওয়া সোজা, ঢাকা থেকে সিলেটের ট্রেন পারাবত এক্সপ্রেসে সকাল ৬ঃ৩৫ মিনিটে উঠে সকাল ১১ টায় এসে পড়বেন শায়েস্তাগঞ্জ ! ভাড়া ১৯৫ টাকা শোভন চেয়ার । 

ট্রেন থেকে নেমেই নতুন ব্রীজ যাওয়া লাগবে সিএনজি-তে ৫ টাকা দিয়ে । কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে নতুন ব্রীজের সিএনজি কোথায় পাওয়া যায় ।

এরপর নতুন ব্রীজ থেকে ১০ টাকা দিয়ে চুনারুঘাট বাজার । এরপর সেখান থেকে আবার সিএনজি-তে কালেঙ্গা জঙ্গল । ভাড়া নিবে ৬০ টাকা । 

এ হলো আপনি যদি লোকাল এ যেতে চান । 
সরাসরি কালেঙ্গা রিসার্ভ যেতে পারবেন ৪০০-৫০০ টাকা নিবে সিএনজি। 

কালেঙ্গা গিয়ে বিট অফিসে জানানো লাগবে যদি ক্যাম্পিং করতে চান! আর ক্যাম্পিং ছাড়াও ২-৩ টা কটেজ আছে। আমাদের বলা হয়েছিলো ঐসব কটেজের সামনে তাবু গাড়তে কিন্ত No Risk No Gain. তাবু গাড়লাম জঙ্গলেই ! রাতে পাখির ডাক,গাছের শোঁ শোঁ শব্দে আর পশুদের আওয়াজে আপনার ক্যাম্পিং হয়ে উঠবে রোমাঞ্চকর !

কটেজ গুলোর ভাড়া ৭০০-১০০০ টাকা বলেছিলো,দরদাম করলে কমানো যাবে। সেখানে রাতে থেকে খুব ভোরে একটা লোকাল মানুষ নিবেন ৪০০-৫০০ টাকার মধ্যে পুরো জঙ্গল ঘুরে দেখবার জন্য ! শুরু হয়ে যাবে আপনার এডভেঞ্চার যাত্রা ! একে একে দেখা মিলবে হরেক পাখি , বানর , হনুমানের । 
বনের মধ্যে ৩ টা ট্রেইল । ১ ঘন্টা , আধা ঘন্টা আর ৩ ঘন্টার । এছাড়া আপনি যদি কালেঙ্গা হয়ে শ্রীমঙ্গল যেতে চান তাহলে অন্য ট্রেইলে যেতে হবে । শ্রীমঙ্গল হয়ে বের হতে চাইলে চোখে পড়বে ভারতের উড়িষ্যার মানুষ! জায়গাগুলো দেখলেও মনে হবে ভারত ! গাইড ই আপনাকে নিয়ে যাবে ওখান পর্যন্ত । এরপর সিএনজি-তে ৪০ মিনিটে ৫০ টাকায় শ্রীমঙ্গল শহর পৌঁছে যাবেন !এরপর বাসে বা ট্রেনে ঢাকা । আপনি ইচ্ছা করলে রেমা দিয়েও ঢুকতে পারেন । কিন্ত অনেক পথ হেটে ৪-৫ ঘন্টায় কালেঙ্গা পৌছতে হবে ! আর গাইড ভাড়াও বেশি নিবে । এরচেয়ে ভালো কালেঙ্গা দিয়ে ঢোকা। আসল অভয়ারণ্য নাকি অখানেই ! 

জায়গাটা ভারতের একেবারে পাশে , আর জঙ্গলে ট্রেইল থাকলেও হারানোর ভয় আছে , তাই গাইড নেয়া উচিত !আর ক্যাম্পিং করলে সব আবর্জনা সাথে নিয়ে আসবেন ।

নুরুল্লাহ (+8801729513560) ওনাকে ফোন দিলে লোকাল গাইড ঠিক করে দিবে আর ওনার কটেজেও থাকতে পারবেন ।

শেষে প্লাস্টিকের ব্যাগ এর দাম ১ টাকা , আপনার মন যদি ১ টাকার চেয়েও ছোট না হয় তাহলে আপনি ব্যাগ কিনে সব ময়লা ব্যাগেই ফেলবেন !

সৌজন্যেঃ TOB ও SAkib Tahmid FAhim


========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

Post a Comment

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.