যোগী হাফং |
ঠিক বান্দরবান-মিয়ানমার বর্ডার এ এই মনোহরি দৃশ্যপটের অবস্থান, সামনের সুন্দর চুড়াটি "জ তলং"(২য় সর্বোচ্চ চুড়া বাংলাদেশ-৩৩৩৫ ফিট)।
পাহাড় প্রেমীদের কাছে জ-ত্লং এবং যোগী হাফং পরিচিত দুটি নাম। আন অফিশিয়ালি জ-ত্লং বাংলাদেশের ২য় সর্ব্বোচ্চ পাহাড় এবং যোগী হাফং বা কংদুক ৪র্থ সর্ব্বোচ্চ পাহাড়। বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বেশ দুর্গম অঞ্চলে অবস্থিত মোদক রেঞ্জের অন্তর্ভুক্ত এ পাহাড় দুটি। বাংলাদেশের মধ্যে মোদক রেঞ্জের পাহাড়গুলোর উচ্চতাই সবচেয়ে বেশি। এই রেঞ্জের পাহাড় গুলো সমহিমায় দাঁড়িয়ে বাংলাদেশ হতে মায়ানমার কে পৃথক করেছে। অনেকদিনের ইচ্ছা বাংলাদেশের উঁচু পাহাড় গুলো সামিট করা। গতবছর সাকা হাফং সামিট করতে যেয়ে নিরাপত্তাজনিত কারণে থুইসাপাড়া থেকে ফিরে আসতে হয়। এবার অনেক অনিশ্চয়তার কথা মাথায় নিয়েই জ-ত্লং এবং যোগীহাফং সামিট করার জন্য ২০/০২/১৭ তারিখে রাতে আমরা চার বন্ধু বান্দরবান রওনা দেই।
এখানে একটা ব্যাসিক খরচ আর প্ল্যান দেওয়া হল... বিস্তারিত নিয়ে পরে লেখার ইচ্ছা আছে...
যাবার উপায়:
ঢাকা-বান্দরবান-থানচি-রেমাক্রি-দলিয়ানপাড়া-যোগী ট্রেইল।
২টি চুড়া ই সামিট করে আসা যাবে,নুন্যতম ফিটনেস আর ট্রেকিং এক্সপেরিয়েন্স দিয়ে।
সম্ভাব্য খরচ বাজেট:
৪/৫ জনের টিমের-৪৫০০ থেকে ৫০০০টাকা জনপ্রতি (গাইড,খাওয়া,থাকা,সকল যাতায়াত,নাস্তা সহ) ঢাকা ট্যু ঢাকা,সম্ভাব্য দিন-৪ দিন।
ট্যুর প্লান:
০ তম দিন> ঢাকা-বান্দরবান
১ম দিন> বান্দরবান-থাঞ্চি(লোকালবাস)-রেমাক্রি(বোট)-দলিয়ানপাড়া(ট্রেকিং-৩ঘন্টা)
২য় দিন> দলিয়ানপাড়া(পাড়া থেকে লোকাল গাইড নিয়ে)-জোতলং চুড়া(ট্রেকিং-৮/১০ ঘন্টা-যাওয়া আসা)-দলিয়ানপাড়া
৩য় দিন> দলিয়ানপাড়া(লোকাল গাইড নিয়ে)- যোগী হাফং চুড়া(৮/১০ ঘন্টা যাওয়া আসা)
৪র্থ দিন> দলিয়ানপাড়া-নাফাখুম ঝর্না-রেমাই'ফ খুম-রেমাক্রী-থাঞ্চি-বান্দরবান।
সম্ভাব্য খরচ গুলোর বর্ননা:
১)ঢাকা-বান্দরবান-ঢাকা(বাস-১২৪০ টাকা)জনপ্রতি
২)বান্দরবান-থাঞ্চি-বান্দরবান(লোকালবাস-৪০০ টাকা)জনপ্রতি
৩)থাঞ্চি-রেমাক্রি-থাঞ্চি(১টি বোট এর ভাড়া-আসা যাওয়া-৪০০০/৪৫০০)পুরো টিম
৩)গাইড:পুরোটিমের খরচ
মুল গাইড-১ম দিন ৮০০ তারপর দিনগুলোতে ৭০০ করে বাকি ৩ দিন।(মোট-২৯০০ টাকা)
লোকাল গাইড(দলিয়ান পাড়া থেকে জোতলং-১০০০ করে ২জন,আর যোগী হাফং-৮০০ করে ২জন(মোট-৩৬০০ টাকা)
৪)থাকা-১০০ করে জনপ্রতি প্রতিরাত
৫)খাওয়া-(মুরগী,ডাল,ভাত-১০০/১২০)(আলুভর্তা,ডাল,ভাত-৬০)প্রতি বেলা।
সতর্কতা:
১)ট্রেইলটির জন্য-পূর্ব অভিজ্ঞতা লাগবে(সামান্য)
২)অনেকেই একে সবচেয়ে কঠিন ট্রেইল বলে আখ্যা দিয়ে থাকেন-কিন্তু ততটা না।তাই আত্মবিশ্বাস দরকার।
৩)একজন অভিজ্ঞ টিম লিডার।
এত বকবক করার উদ্দেশ্য:
নিজেরা টিম গঠন করার কাজে উদ্বোদ্ধ হোন।
========================================================================
মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
Post a Comment