ময়মনসিংহ জেলার টুকিটাকি |
কারো ঢাকার কাছে Day Tour দেয়ার ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন ঢাকারই খুব কাছের ময়মনসিংহ জেলায়।
খুব সকালে( ৬টা) রওনা দিলে রাত ১০ টার মধ্যেই ঢাকায় পৌছাতে পারবেন। ময়মনসিংহে দেখার মতো অনেক কিছু আছে। আপনার Time Management ভাল থাকলে ১দিনেই এই জায়গাগুলি দেখে ঢাকায় ফিরে আসতে পারবেন।
যে যে জায়গা গুলো দেখবেনঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় >ব্রম্মপুত্র নদ >শশীলজ > মুক্তাগাছা জমিদার বাড়ি > জয়নুল আবেদিন সংগ্রহশালা- জয়নুল আবেদিন পার্ক ইত্যাদি।
যেভাবে যাবেনঃ
মহাখালী বাস টার্মিনাল থেকে এনা, শামিমসহ বেশ কটি বাস ছেড়ে যায় প্রতি ঘণ্টায়। সময় লাগবে আড়াই থেকে তিন ঘণ্টা ময়মনসিংহ নেমে অটোভাড়া দিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন।
খাওয়াদাওয়াঃ
দুপুরে lunch সারিন্দা রেস্টুরেন্ট এ করেছিলাম খাবার বেশ ভালই reasonable price এর মধ্যে।
তাই আর দেরি না করে যে কোনো এক ছুটির দিনে চলে যান ময়মনসিংহে।
========================================================================
মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
Post a Comment