ঢাকার আফতাবনগর

আফতাবনগর

বাসায় বসে বোর ফিল করছেন, অশান্তি লাগছে? গ্রামীন পরিবেশে ঘুরাঘুরি করতে চাচ্ছেন অথবা লুংগী পরে গোসল করতে চান?

একটা ঠিকানা দিচ্ছি।
আফতাবনগর!!

কি কি পাবেনঃ

১: কাশফুল

২: দুই ল্যান রাস্তা মাঝখানে গাছ আর গাছ

৩: বালুর মাঠ

৪: পুকুর (গোসল করার জন্য বেস্ট)

৫: টুকটাক স্ট্রিট ফুড(ঝালমুরি,লেবুর শরবত, ইত্যাদি)

৬: সাইকেল চালানোর জন্য উপযুক্ত একটা জায়গা।


সিকিউরিটি ইস্যুঃ 
সন্ধ্যার পর না থাকাটাই বেটার। যতটুকু দেখলাম কমিউনিটি পুলিশ/আনসার থাকেন সন্ধ্যা পর্যন্ত। ছিনতাই চাঁদাবাজি হওয়ার কথা শুনা গিয়েছে, আসলে এইটা চিপায় চাপায় গেলেই হবে আমার মতে। যাদের চিপায় চাপায় যাওয়ার অভ্যাস আছে তারা ভালো বলতে পারবেন। আর এমনিতে ছিনতাই রোধে কয়েকজনের গ্রুপ হয়ে যাওয়া ব্যাটার।

কিভাবে যাবেনঃ 
ইস্ট ওয়েস্ট ভার্সিটির সামনে দিয়ে সোজা রিক্সা নিবে ৪০-৫০ টাকা
অথবা মেরাদিয়া বাজার দিয়ে সাকো পার হলেই আফতাবনগর। এরপর হেটে অথবা রিক্সায় চলে আসুন যেকোন এক দিকে।



========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

বাসায় বসে বোর ফিল করছেন, অশান্তি লাগছে? গ্রামীন পরিবেশে ঘুরাঘুরি করতে চাচ্ছেন অথবা লুংগী পরে গোসল করতে চান? একটা ঠিকানা দিচ্ছি।আফতাবনগর!!

Post a Comment

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.