পর্ব-৯ঃ সিমলা-১


অল্প খরচে ট্যুর প্ল্যান জানতে সবসময় Tour on Budget এর সাথে থাকুন।


২২শে সেপ্টেম্বর’১৫



আমার বরাবরই খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস। সিমলাতেও তার ব্যাতিক্রম হলো না। বাইরে প্রচন্ড ঠান্ডা। আবার কম্বলের তলায় ঢুকে গেলাম। ঘন্টা দেড়েক পর উঠে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। দেখি নিয়নও উঠে পড়েছে। রুমের ভিতরে আমরা কিছুক্ষণ ফটোসেশন করলাম। তারপর লাথি ঘুসি মেরে সেতুকে ঘুম থেকে ওঠানো হলো


ঘুম থেকে উঠেই সে নিয়নকে হুকুম করলো হোটেলের কাউন্টারে গিয়ে গিজার চালিয়ে দেবার কথা বলে আসবার জন্য। আর আমি বের হলাম ওদের গোছগাছ করার ফাকে আশপাশ একটু ঘুরে দেখার জন্য। 


বাইরে বের হয়েই চোখ ধাধিয়ে গেল। সকাল সাড়ে আটটা, আশপাশ মেঘাচ্ছন্ন, বেশ ঠান্ডা আর এরই মাঝ দিয়ে দলে দলে সুন্দরী মেয়েরা স্কুলে যাচ্ছে। সুন্দরীদের ইউনিফর্মের ফ্রকের শেষাংশ হাঁটুর উপরে আর তাদের উন্মুক্ত পা থেকে যেন আগুন ঝলসাচ্ছে। শরীরগুলি এতোই সুগঠিত যে প্রতিটি মেয়ের একেকটি পায়ের দিকে তাকিয়ে অনায়াসে দু’ঘন্টা কাটিয়ে দেয়া যায়। স্কুল আওয়ার শুরু হওয়া পর্যন্ত মেয়েদের আনাগোনা চলতেই থাকলো আর আমিও সেসকল দেবীদের পদযুগল দর্শন করিতে লাগিলাম। হায় আফসোস, একটা ছবি তোলার দুঃসাহস সংগ্রহ করে উঠতে পারি নাই! আশপাশ দেখায় মন দিলাম। সিমলার বাড়ি ঘর দেখতে খুব সুন্দর। 


তবে দার্জিলিং বাসীরা যেমন ফুল আর কুকুর ভালোবাসে সিমলাবাসীদের মধ্যে এই ব্যাপারটা একটু কম মনে হলো। কিন্তু দার্জিলিঙের চাইতে সিমলা অনেক গুন বেশী সুন্দর শহর। চারপাশে এতো সবুজ গাছপালা যে চিন্তায় করা যায়না। সিমলাকে পাইন গাছের শহর বললেই যেন বেশী মানায়। 



আধা ঘন্টারও বেশি সময় পর হোটেলের রুমে ফিরে দেখি সেতু আর নিয়নের এখনো গোছানো হয়নি। আবার আমি বের হলাম। এবার গেলাম কালীবাড়িতে। সিমলা কালীবাড়ির ভিতরে ছবি তোলা নিষেধ। আমি শুনেছিলাম কালীবাড়িতে খুব কমে ভালো নাস্তা আর খাবার পাওয়া যায়। খুঁজে খুঁজে জলখাবারের রুমটি বের করে নাস্তার অর্ডার দিলাম। ছোট্ট একটা রান্নাঘর যেখানে তিন চারজন দাঁড়িয়ে গল্প করছে। আমার অর্ডার শুনে চুলো জ্বালিয়ে তেল গরম করতে দিল। তারপর খামি করে রাখা ময়দা বেলে লুচি বেলে ভাজতে দিল। আর তারপর গরম প্রেসার কুকার থেকে ডালের তরকারি বেড়ে আমাকে খেতে দিলো। চারটে বড়বড় লুচি আর ছোলার ডালের তরকারি। দাম নিল ২০ রুপি। খেতে খুবই মজাদার। 


এই ব্যাপারটা আমি ইন্ডিয়ার সব জায়গায় দেখেছি, বিশেষ করে ঠান্ডা দিককার অঞ্চলে আর ভেজ রেষ্ট্ররেন্টগুলোতে। কেউ যদি কোন খাবারের অর্ডার দেয় তবে তৎক্ষণাৎ তার সামনে সেই খাবারটা রান্না করে গরম গরম হাজির করে। ইন্ডিয়ান খাবারের স্বাদ বাংলাদেশের মতো অতো ভালো না হলেও খাবারের মান খুব ভালো। আমার মনে হয় বাংলাদেশের মতো এতো ভেজাল ইন্ডিয়ান খাবারে ঢোকেনি। এখানকার কোন খাবার খেয়ে আমাকে কখনো পেটের সমস্যায় ভুগতে হয়নি। 

নাস্তা শেষে আবার ফেরত এলাম হোটেলে। তখনো নিয়ন আর সেতুর ফটসেশন শেষ হয়নি। হোটেলের রুমের মধ্যে নিজেদের মুখের এতো সেলফি তুলে এরা কি মজা পায় তা কে জানে! তাড়া দিয়ে ওদেরকে বের করলাম। কোনরকমে বাইরে বের হয়ে আবার এরা সেলফি তোলা শুরু করলো। 



সিমলার কোন কোন রাস্তায় বিশেষ করে কালীবাড়ির আশেপাশে গাদা গাদা বানর নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ ওদের কসরত দেখলাম। তারপর আরো সামনে এগিয়ে গেলাম। এসময় সেতুর আন্টি আর তার ছেলের সাথে দেখা হলো। এই ছেলেটাই নিয়নের রুপের ‘বিশেষ’ ফ্যান। তারা সিমলা ছেড়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ তাদের সাথে ছবি তোলা হলো। ট্রেনের হর্ন শুনে তারা তড়াতাড়ি স্টেশনের দিকে হাটা দিলেন। 


সেতুদের রুপি শেষ হয়ে গেছে। এইবার তারা ডলার ভাঙানোর জন্য এ ব্যাংক সে ব্যাংক ঘোরাঘুরি শুরু করলো। কিছুক্ষণ তাদের সাথে ছিলাম। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমার মতো ঘোরা শুরু করলাম। ঘন্টা দেড়েক সিমলা ম্যাল, রীজ, স্ক্যান্ডাল পয়েন্ট এইসব জায়গাগুলি ঘুরে দেখলাম। 




জায়গাগুলি সত্যিই খুব সুন্দর। সিমলা খুব পরিচ্ছন্ন একটা শহর। এই শহরে যেখানে সেখানে ময়লা ফেলাতো দূরে থাকুক কেউ যদি কোথাও থুতুও ফেলে তবে সঙ্গে সঙ্গে তাকে জরিমানা দিতে হয়। 



এখানকার পুলিশগুলো খুব স্মার্ট। বিশেষ করে চোখা চোখা সৌন্দর্যের মহিলা পুলিশগুলোর দিকে হা করে তাকিয়ে থাকতে হয়। সিমলা শহরে পর্যটকদের বসার জন্য সবজায়গাতেই সুদৃশ্য বেঞ্চ পাতা আছে। তাছাড়া কিছুদূর পরপরই পানি খাবার জায়গা। তবে সবথেকে ভালো ব্যাবস্থা টয়লেটের। কিছুদূর পরপর পরিচ্ছন্ন টয়লেট যেখানে প্রসাব করতে পয়সা লাগে না, তবে বড়টার জন্য নামমাত্র মূল্য দিতে হয়। 






















========================================================================


মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

বাইরে বের হয়েই চোখ ধাধিয়ে গেল। সকাল সাড়ে আটটা, আশপাশ মেঘাচ্ছন্ন, বেশ ঠান্ডা আর এরই মাঝ দিয়ে দলে দলে সুন্দরী মেয়েরা স্কুলে যাচ্ছে। সুন্দরীদের ইউনিফর্মের ফ্রকের শেষাংশ হাঁটুর উপরে আর তাদের উন্মুক্ত পা থেকে যেন আগুন ঝলসাচ্ছে।

Post a Comment

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.