খইয়াছড়া ঝর্না |
খইয়াছড়া ঝর্না
খুব সহজে ঢাকা থেকে ঘুরে আসতে পারেন মাত্র ১০০০ টাকার মধ্যে দিনে দিনেই।
ট্যুর প্লানঃ
ঢাকা থেকে রাতের বাসে ফেনি, ভাড়া ২৮০ টাকা। সকালে ফেনি তে নেমে হালকা নাস্তা সেরে ৬ টার দিকে লোকাল বাসে উঠে বড়তাকিয়া বাজার নামতে হবে,ভাড়া ৪০ টাকা। এর পর সেখান থেকে খইয়াছড়া ঝর্না গামি লোকাল সিএনজি উঠে ঝর্নার কাছাকাছি নামিয়ে দিবে,ভাড়া ২৫টাকা। সেখান থেকে ট্র্যাকিং করে ঝর্নায় যেতে হবে। তার পর দুপুর পর্যন্ত ঘুরে দুপুরের খাবার খেয়ে বিকালের বাসে করে ঢাকা। বা কেউ ইচ্ছা করলে বিকালে মহামায়া লেক টা ও একটু ঘুরে দেখতে পারেন।
খাবারঃ
ট্র্যাকিং করে ঝর্নায় যাওয়ার পথেই পাহাড়ের ওপর খাবারের হোটেল পাওয়া যাবে। ঝর্না থেকে ফেরার পথে সেখানে ১০০ টাকায় পেট ভরে খাওয়া যাবে।
খাবারঃ
ট্র্যাকিং করে ঝর্নায় যাওয়ার পথেই পাহাড়ের ওপর খাবারের হোটেল পাওয়া যাবে। ঝর্না থেকে ফেরার পথে সেখানে ১০০ টাকায় পেট ভরে খাওয়া যাবে।
ভরা বর্ষায় খইয়াছড়া ঝর্না |
খরচঃ
- ঢাকা টু ফেনি বাস ভাড়া ২৮০x2=৫৬০ (Up & Down)
- নাস্তা-৫০ টাকা
- ফেনি টু বড় তাকিয়া ৪০x2=৮০ (Up & Down)
- মেইন রোড টু ঝর্না ২৫x২=৫০ (Up & Down)
- দুপুরের খাবার ১০০ টাকা
- অন্যান্য খরচ+ হাল্কা নাস্তা।
কিছু কথাঃ
যারা যাচ্ছেন বা যাবেন প্লিজ সুন্দর ঝর্না টাকে প্লাস্টিক এর প্যকেট, পানির বোতল ইত্যদি ফেলে নষ্ট করবেন না
========================================================================
মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
Post a Comment