চট্টগ্রাম শহরে দেখার মত স্থান

চট্টগ্রাম

পর্যটন নগরী চট্টগ্রামের মধ্যে একদিনের জন্য যারা ঘুরে বেড়াতে চান স্থান গুলো জেনে নিন।


১.কর্ণফুলী শাহ আমানত ব্রীজ যা অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করেছে

২.শিপপার্ক বা অভয়মিত্রঘাট বা নেভাল ২ যে যেই নামে চিনেন। কর্ণফুলী নদীর হাওয়া আর জাহাজের মিলবন্ধন মন ভরিয়ে দেয়। সাথে নৌকা নিয়ে ঘুরে নদীতে সময় পার করা যায়।

৩. কাট্টলী বীচ। সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ঘেষে যাওয়া রাস্তা দিয়ে পাচ মিনিটের পথ। বঙ্গোপসাগরের তীর ঘেষে জেগে উঠেছে নতুন এই বীচ।

৪.সীতাকুন্ড চন্দ্রনাথ পাহাড় ও ইকো পার্ক চন্দ্রনাথ পাহাড়ে বর্ষাকালে মেঘ ছোয়া যায়, আর সবচেয়ে বড় কথা যারা উপর থেকে ভিউ দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি উত্তম স্থান এছাড়া ইকোপার্ক, সহস্রধারা, সুপ্তধারা তো রয়েছেই .

৫. শুকতারা পার্ক ও বন্দর লিংক রোড। অলংকার মোড় থেকে মাত্র ১৫ মিনিটেই চলে যাওয়া যায় এই পার্কে। প্রিয়জনদের সাথে নিয়ে করে ফেলতে পারবেন বনভোজন।

৬. বোয়ালখালী রিভারভিউ বা মুক্তিযোদ্ধা রিভার ভিউ। কর্ণফুলী নদীর পার ঘেষে নেভালের আদলে গড়ে উঠেছে। কালুরঘাট ব্রীজের নিচ দিয়ে মাত্র ১০ মিনিটের পথ।

৭. বঙ্গবন্ধু এভিনিউ। ঢাকার দিয়া বাড়িতে কত নাটক সিনেমার শুটিং হয় আর এর চেয়েও বেশি সুন্দর হয়ে সৌন্দর্য ছড়াচ্ছে অনন্যা আবাসিক ও বঙ্গবন্ধু এভিনিউ।

৮.খইয়্যাছড়া বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচিতো ঝর্ণা মিররসরাই এর বরতাকিয়ায় ঝর্ণাটির ১১টি ধাপ রয়েছে প্রত্যেক ধাপই আপনাকে মুগ্ধ করে রাখবে

৯. কাপ্তাই নেভি ক্যাম্প ও সেনা ক্যাম্প। অসাধারণ পাহাড় আর লেকের মিলবন্ধন দেখে আপনি প্রকৃতির সাথে হারিয়ে যেতে পারবেন।

১০. মহামায়া রাবারডেম,মিররসরাই অসাধারণ একটা জায়গা,দারুন লেক,লেক দিয়ে কিছুদুর গেলেই ঝর্না রয়েছে এছাড়া নৌকা করে পুরো লেক ঘুরা যায় কম খরচে .

১১.মুহুরি প্রজেক্ট সন্ধ্যা বেলায় প্রজেক্ট তার আসল সৌন্দর্য নিয়ে হাজির হয় এছাড়া নৌকা ভাড়া করে প্রজেক্টে ঘুরা যাই,সুইচগেটটা খুব সুন্দর .

১২.ভাটিয়ারি এটা নিয়ে কিছু বলার নায়, এই রাস্তাটা হেটে কষ্ট করে যাওয়াই ভালো,পাহাড়ের নিচে চোখ টা গেলে আর সরানো যায়না,সানসেট পয়েন্টতো রয়েছেই . আর অনুমতি নিয়ে গলফ মাঠে ঘুরে আসতে পারলে ভ্রমণ হবে চরম আনন্দদায়ক।

১৩.কর্ণফুলির ব্রিজের নিচে মরিয়ম আশ্রম অসাধারণ সুন্দর সাথে নদীও দেখতে পারবেন .

১৪.সিবীচ, পতেঙ্গা চট্টগ্রামের অনিন্দ্য সুন্দরের প্রতিচ্ছবি।

১৫.খাগড়াছড়ি আলুটিলা গুহা ও রিচং ঝর্ণা আলুটিলা থেকে যদি রিচং ঝর্ণা হেঁটে আসেন ভ্রমনের মজা পাবেন ঐ খানে গুহাটা তো রহস্যময়,মশালের আগুনেও ভালো করে দেখা যায় না .

১৬.রাঙামাটি ঝুলন্ত ব্রিজ,বৌদ্ধ মন্দির, রাজবাড়ি,শুভলং ঝর্ণা দেখে শুধু মুগ্ধ হতে থাকবেন .

১৭.বোয়ালখালি করলডেঙ্গা পাহাড়, মেধশ্রম মুনির আশ্রম যেখানে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উৎপত্তি স্থান ধরা হয়।

১৮. ফটিকছড়ির অসংখ্য চা বাগান ও রাবার বাগান। সুন্দররের বর্ননা হয়না। হালদার উৎপত্তিস্থলও

১৯. রাঙ্গুনিয়ার শেখ রাসেল ইকু এমুৃযেজমেন্ট পার্ক,যেখানে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাবল কার।
চট্টগ্রাম জেলা

২০. আনোয়ারার পার্কি সী বিচ, ওয়ান্ডার গার্ডেন।

২১. চন্দ্রঘোনা পেপার মিল, রায়খালি বাজার এরিয়ার নৈসর্গিক সৌন্দর্য।

২২. রাঙ্গুনিয়া চা বাগান।

২৩. বাঁশখালী পাহাড়।

২৪. চট্টগ্রাম চিড়িয়াখানা।

২৫. ফয়েজ লেক।

২৬. ফয়েজলেক সী ওয়ার্ল্ড।

২৭. সি আর বি

২৮. বাটালি পাহাড় বা জিলাপী পাহাড়। লালখাঁনবাজারের খুব কাছে যার অবস্থান।

২৯. জিয়া পার্ক বা স্বাধীনতা কমপ্লেক্স। যেখানে রয়েছে ঘূর্ণায়মান টাওয়ার যার উচ্চতা প্রায় ২৫ তলার সমান।

৩০. চট্টগ্রাম শিশুপার্ক। এম এ আজিজ স্টেডিয়াম এর পাশেই যার অবস্থান।

৩১. কমনওয়েলথ ওয়ার সিমেট্রী. প্রবর্তক মোড় ও গোলপাহাড় এর মধ্য দিয়ে বাদশা মিয়া রোডের পাশে যার অবস্থান।

৩২. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

৩৩. আগ্রাবাদ কর্ণফুলী শিশুপার্ক।

৩৪. রেলওয়ে পাহাড় ও জাদুঘর এবং প্রীতিলতা সেন স্মতিস্তম্ভ।

৩৫. নেভাল একাডেমি চট্টগ্রাম

৩৬. ডিসি হিল

৩৭. বাটারফ্লাই পার্ক। শাহ আমানত বিমান বন্দরের পাশে।




সৌজন্যে Shaiful Islam


========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।


Post a Comment

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.