বাঁশখালী সমুদ্র সৈকত |
বাঁশখালী ছনুয়া, গন্ডামারা, সরল, বাহারছড়া, খানখানাবাদের উপকূল জুড়ে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত। সৈকতে সারিসারি ঝাউ গাছ। ঘন ঝাউ বাগান। জোয়ার-ভাটার ঢেউয়ের শব্দ পর্যটকের মন কাড়ে।
সবুজ ঝাউবন, সু বিশাল চর এবং নীল সমুদ্র যা আপনার মনকে মুহুর্তে সতেজ করে তুলবে। সব থেকে বড় কথা খুব সকালে গেলে দেখতে পাবেন লাল কাঁকড়া । যা দূর থেকে দেখতে লাল কার্পেটের মত মনে হয় । সব মিলিয়ে আপনার মন ভালো করে দেয়ার মত একটা পরিবেশ ।
যেভাবে যাবেনঃ
- ঢাকা থেকে গেলে আগে চট্টগ্রামে পৌছতে হবে। এর পরে প্রথমে কর্ণফুলীর তৃতীয় সেতু বা নতুন ব্রিজ যেতে হবে। সেখান থেকে বাস অথবা লোকাল সিএনজিতে গুনাগরি বাজার, বাসে নেবে ৬০ টাকা, সিএনজি নেবে ৭০-৮০ টাকা প্রতিজন। গুনাগরি বাজার থেকে লোকাল সিএনজিতে ৩০-৪০ টাকায় প্রতিজন অথবা ২০০-২৫০ টাকায় রিজার্ভ সিএনজি।
- চট্রগ্রাম শহর থেকে (বহদ্দারহাট বাসটার্মিনাল থেকে সদরআমিন হাট/সলিয়া বর পুল) বাস যোগে ভাড়া জনপ্রতি ৬০ টাকা করে নিবে। বাজার থেকে হাতের ডানে সি এন জি চালিত অটোরিকশা যোগে সমুদ্র সৈকত যেতে পারবেন (জনপ্রতি ভাড়া ২০ টাকা) ।
টিপসঃ
- ফিরে আসার সময় গাড়ি পেতে সমস্যা হতে পারে, তাই রিজার্ভ করে যাওয়া আসার ব্যবস্থা করলেই ভাল। দরাদরি করলে সিএনজিতে কম পাবার সুযোগ আছে।
- আসে-পাশে কোন থাকার হোটেল নেই । তাই থাকতে হলে আপনাকে বাঁশখালি উপজেলা বা চট্টগ্রাম চলে আসা লাগবে ।
========================================================================
মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
Post a Comment