চাঁপাইনবাবগঞ্জ নির্দেশিকা

সোনামসজিদ
--- চাঁপাইনবাবগঞ্জের মোটামুটি সবগুলো দর্শনীয় স্থানই শিবগঞ্জে অবস্থিত। রাজশাহী স্টেশন বাসট্যান্ড অথবা একটু এগিয়ে বিন্দুর মোড় থেকে সকাল ৮টা থেকে প্রতি ১ ঘন্টা পরপর বাস ছেড়ে যায়।
যা একেবারে আপনাকে দুপাশের মায়াবী বরেন্দ্রভূমি দেখাতে দেখাতে শিবগঞ্জের, কানসাটের, ভারতীয় বর্ডার, স্থল বন্দরে নামিয়ে দেবে, ভাড়া পরবে মাত্র ১১৫ টাকা।
--- নেমেই দেখতে পাবেন বাংলাদেশ ও ভারতের চেকপোস্ট, এখানে সারিসারি শতশত ট্রাক দেখতে পারবেন, মিশতে পারবেন অসংখ্য ভারতীয় ও ভ্রমনে আসা বিদেশীদের সাথে।


--- এর পরে হেটেই যেতে পারবেন চামচিকা মসজিদে, নামটা পছন্দ না হলেও দেখে ভালই লাগবে, এরপর আরেকটু হেটে যেতে পারবেন বালিয়া দীঘিতে, এ দীঘি কয়শত বিঘা জমি নিয়ে আছে তা নিয়ে আশেপাশের বন্ধুদের সাথে একটা আন্দাজের বাজি খেলতে পারবেন, তবে একপারে দাঁড়িয়ে অন্যপাড়ের বড়গাছকেও কলমের মত ছোট মনে হবে।
--- এবার হাঁটা থামান, ১০ টাকা অটো ভাড়ায় চলে যান তাহখানা মসজিদ/কমপ্লেক্সে এটা আপনাকে এতই মুগ্ধ করবে যে আশার ক্লান্তি দূর হয়ে যাবে, জিন্দা পাথর, সমাধী, পুকুর, সুড়ঙ্গ কারুকার্য মন্ডিত মসজিদ চোখের প্রশান্তি দিবে।

--- কি দুপুর হয়ে গেছে, খিঁদে লেগেছে, অসুবিধা নেই তাহখানা থেকে ৫টাকা ভাড়ায় চলে যান নবাবগঞ্জের বিখ্যাত সোনামসজিদে, তার সামনেই পাবেন হোটেল শেরাটন, ও সোঁনারগাঁ!! কি নামগুলো পরিচিত, অবাক হয়ে লাভ নেই এ নামেই পাশাপাশি দুটো হেটেলে তৃপ্তি নিয়ে খেতে পারবেন ১০০র মধ্যেই কবুতর,হাঁস, গরুর মাংসসহ নানাপদের মাছ সাথে ভর্তা ও বাহারী খাবার।

--- এরপর পাশেই ছোট শিশুপার্কে সময় থাকলে ঘুরে আসতে পরেন, ঘুড়ে দেখতে পারেন আশেপাশের অসংখ্য আমবাগানও....
--- এবার পালা বিখ্যাত "সোনামসজিদ" কালো পাথরে তৈরি এ মসজিদের অল্প একটু পোড়ামাটির তৈরি যা তার সৌন্দর্য নিয়ে আপনাকে ভাবনায় ফেলে দিবে, তবে এটার সৌন্দর্য বুঝতে হলে আপনাকে ওখানে যেতেই হবে। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর শায়িত আছেন, সোনামসজিদ প্রাঙ্গণে, যোগ্যালোকের যথাযোগ্য স্থান।

--- ফেরার সর্বশেষ গাড়ী পাবেন ৪.৪০ ওখানেই, চাইলে সোনামসজিদের সামনের ডাকবাংলোতে থেকেও যেতে পারেন।
# বি:দ্র:- রাজশাহী থেকে গেলে একদিনই মনেহয় যথেষ্ট,তবে ঢাকা থেকে হলে দুই দিন হাতে নিতেই হবে।

========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

Post a Comment

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.