হাজারিখিল গেম লাইফ স্যাংচুয়ারি

হাজারিখিল গেম লাইফ স্যাংচুয়ারি
Tour on Budget এর পক্ষ থেকে এবার আপনাদের জন্য নিয়ে এলাম একটি অন্যরকম স্থান এর পরিচিতি। এ পর্বে আপনাদের জানাবো "হাজারিখিল গেম লাইফ স্যাংচুয়ারি" কিভাবে Budget Travel করে আসবেন।

নাগরিক এই ব্যাস্ততার ভিড়ে যারা বাংলাদেশ এর বান্দারবনের অনেক সুন্দর সুন্দর ছবি দেখে শুধু হতাশা ব্যাক্ত করেন, তাদের জন্য তাজা খবর!!

ঠিক করেছি Cheap Places to Travel এর ভেতর একদিনের ভিতরে এক্সট্রিম ট্রেকিং ট্যুর নিয়ে বিস্তারিত লিখব।

বান্দারবনের ওইসব জায়গা গুলো দেখতে নিম্নে তিন থেকে চার দিন হাতে নিয়ে হারিয়ে যেতে হয় যা আমাদের মত অনেকেরই সম্ভব না। এর আগে একদিনের এক্সট্রিম ট্রেকিং ট্যুর “কালাপাহাড়” নিয়ে লিখেছিলাম চলুন যাই সিলেটের কালা পাহাড় 

এবার যেটা নিয়ে লিখবো সেটা আগের থেকে আরো অনেক গুন বেশি এক্সট্রিম বলে আমি মনে করি।

আগে থেকেই ঠিক করেছিলাম আমাদের এবারের ট্যুর হবে “হাজারিখিল গেম লাইফ স্যাংচুয়ারি” এটি চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত। আমদের গ্রুপ থেকে সব ধরনের ট্যুর দিয়ে থাকি, ছ্যাঁচড়া ট্যুর (ব্যাকপ্যাক ট্যুর) থেকে রিলাক্স ট্যুর। আর এবারের ট্যুর ছিল আমাদের গ্রুপের বাইশ তম ট্যুর। এই ট্যুরে আমাদের রেগুলার দুই জন সদস্য যেতে পারে নাই। তাদের জন্য এক বস্তা সমবেদনা ছাড়া আর কিছুই দিতে পারলাম না। ট্যুর মেম্বার মোট ছয় জন এর ভিতরে একজন আবার ফিমেল।

এক দিনের ভিতরে এক্সট্রিম ট্রেকিং ট্যুর দিতে চান ? এলিমেন্ট হিসাবে যদি এইগুলো পান তাহলে আর কি কি লাগে বলেন,

১। টোটাল ৯ ঘণ্টার ট্রেকিং
২। চা বাগান
৩। সরু গিরিপথ
৪। তিন ঘণ্টার ঝিরিপথ (চিংড়ি মাছে ভরপুর)
৫। অন্যরকম ঝর্না (যা পাহারা দেয় একটি বিষাক্ত সাপ)
৬। ঝর্নার পাশ দিয়ে ৮৫ ডিগ্রী খাড়া এসেডিং এবং ডিসেন্ডিং (বর্ষার সময়ে এই প্রচেষ্টা না করাই ভালো)
৭। সারি সারি ১০০০ ফুট উচ্চতার কাছাকাছি পাহাড় (সব থেকে উঁচু পাহাড় থেকে সমুদ্র দেখা যায়)
৮। সব শেষে বিশাল বড় একটা ঝর্না
৯। ঝর্নার সাথেই একটি বিশাল পুকুর (বাধের কারনে সৃষ্টি)

এই বন মুলুত বন-ছাগলের জন্য সরকারি ভাবে ঘোষিত অভয় আরণ্য। চিতা বাঘ, অনেক প্রজাতির পাখি, অজগর সহ ছোট বড় অনেক প্রজাতির সাপ, খরগোশ, শিয়াল সহ অনেক কিছুই এখানে আছে। তার থেকে বড় কথা এখানে অবৈধ ভাবে গাছ কাটার উৎপাত একেবারেই নেই যার ফলে আপনাকে সিকিউরিটি নিয়ে ভাবতে হবে না। সুতরাং যত দিন না এইভাবে চলতে থাকবে ততদিন পর্যন্ত সিকিউরিটির কোন সমস্যা হবে বলে মনে করি না।

থাকা খাওয়ার ব্যাবস্থা নাই তবে আপনি যদি টেন্ট নিয়ে যেতে চান তাহলে ফরেস্ট অফিসের পারমিশন নিয়ে থাকতে পারবেন ও তাদের নির্ধারিত জায়গায় রান্না বান্নার ব্যাবস্থা করতে পারবেন।

রবির নেটওয়ার্ক সব থেকে ভালো। পাহাড়ের উপরে উঠলে গ্রামীনের নেট ভালো আর এয়ারটেলের নেট মোটামুটি পাওয়া যায়।

এখানে রেঞ্জ মোট দুটিঃ হাজারিখিল রেঞ্জ এবং বারোইঢালা রেঞ্জ

বিট তিনটিঃ হাজারিখিল বিট, ফটিকছড়ি বিট এবং বারোমাসি বিট

চা বাগান মোট একটিঃ রাংগাবানি চা বাগান

কল্পনা করা যায় না,আল্লাহ যে এতো সুন্দর সুন্দর জায়গা বানাইছেন। বান্দরবন,সুন্দরবন,সিলেট এর মিশ্রণে এক অদ্ভুত হাজারিখিল। যদি ট্রাভেলিং টা ফ্রি হতো,তাহলে প্রতিদিন এখানে চলে আসতাম।


যাক আসল কথাই আসি।  এলাকার বড়ভাই,বন্ধুবান্ধব মিলে অনেকদিন ধরে প্ল্যান করলাম ১দিন এর ট্যুর দিবো। প্ল্যান করলাম ঠিক,কিন্তু প্লেস ঠিক করতে পারলাম না। এমন সময় মামুন ভাই এর পোস্ট পাইলাম। উনি যে ছবি দিলেন, ছবি দেখার সাথে সাথে সবাই একপায়ে খাড়া, সবাই রাজি। যে এখানেই যাবো।যেভাবেই হোক,এখানেই যাবো। তো আমরা সবাই মিলে ঠিক করলাম ১৮ তারিখ যাবো। প্রথমে আমাদের ট্যুর এর সদস্য সংখ্যা ছিলো প্রাই ২১ জন। তা কমতে কমতে ১৫জন হলো। প্রত্যেক ট্যুর এই তা হয়, প্রথমে অনেকজন থাকে।কিন্তু যাওয়ার টাইমে কয়েকজনযেতে পারে না। আসলে আল্লাহ তাদেরকে এই ট্যুর এর জন্য কবুল করে নাই। 

তো আমরা ১৫জন মিলে সকাল ৭টার দিকে হাজারিখিল এর উদ্দেশ্যে রাওনা দিলাম। প্রথমে অক্সিজেন গেলাম,ওখান থেকে বাস করে জনপ্রতি ৪০টাকা করে বিবিরহাট, ফটিকছড়ি তে নামলাম।আসলে আমরা ২৫টাকা করে বাসের ছাদে গিয়েছিলাম।ছাঁদে সবাই মিলে গান গাওয়ার মজাই আলাদা।যাক ওখানে সকালের ব্রেকফাস্ট টা সেরে নিলাম।তারপর জনপ্রতি ৩০টাকা করে লোকাল সিএনজি করে হাজারিখিল ফরেস্ট অফিস পোঁছালাম।

এবার আসল খেলা শুরু।গাইড মান্নান ভাই (01815382431)এর সাথে কথা হলো।ওনার সাথে দরদাম মিললো না।তাই ওনাকে বিদাই করে দিলাম।আপনারা চাইলে নিতে পারেন। ফরেস্ট অফিস এর শাহাদাত ভাই এর সাথে কথা বললাম।উনি আমাদের রাস্তা দেখাই দিলেন।

প্রথমেই গিরিপথ এর উদ্দেশ্যে রাওনা দিলাম। বাপরে, বনজঙ্গল যে এতো ভয়ানক হবে কে জানতো? এক অদ্ভুত পরিস্থিতির মাঝে পরে গেলাম। কয়েকজন তো ব্যাক দিতে চাইছে। হাটতে হাটতে কিছুুদুর যাওয়ার পর গাইড শশী কুমার ভাই কে (01882820226) পাইলাম। তারপর গিরিপথ,ঝরনা,৯০ডিগ্রি খাড়া পাহাড় সব কিছু দেখে নিলাম।প্রাই ৮ঘন্টা ট্রেকিং করলাম। ঝড়নার দিকে পাতার ভিতরে সাঁপটা দেখার পর সবাই যে চিৎকার দিলো, চিৎকার এর ফিল টাই অন্যরকম ছিলো

আার গিড়িপথ এর কথা কি বলবো,এতো সুন্দর গিরিপথ আমার লাইফে কখনো দেখি নাই।৯০ডিগ্রী খাড়া পাহার এর কথা নাই বল্লাম।চা বাগান টাও দেখার মতো ছিলো।দিনশেষে সবাই মিলে পুকুরে গোসল করার মজাটাও আলাদা।

আার যারা যেতে চান, তাদেরকে,বলছি,খালি হাতে ট্রেকিং এ যাবেন না। হালকা হালকা খাবার নিয়ে যাবেন। যদি দুপুর এর খাবার খেতে চান,যাওয়ার আগে হাজারিখিল বাজারে অর্ডার দিয়ে যাবেন।কারন ওখানে সবসময় খাবার থাকে না।

যেভাবে যাবেনঃ
ঢাকা => ফটিকছড়ি => সিএনজিতে করে হাজারিখিল গেম লাইফ স্যাংচুয়ারি।

চট্টগ্রাম থেকে যেভাবে যাবেনঃ 
অক্সিজেন -ফটিকছড়ি বিবিরহাট। বাসের সিট এ ৪০,ছাদে ২৫. বিবিরহাট-হাজারিখিল ৩৫ টাকা।
খরচ জনপ্রতি -৩০০টাকা চট্টগ্রাম থেকে।

খরচঃ 
জন প্রতি ১৫০০ টাকা

আর একটি কথা,গাইড কে বেশি থেকে বেশি ৪০০টাকা দিবেন তার বেশি দেবেন না।দুপুরের খাবার আমাদের সাথে সহ ৩০০টাকা দিয়েছিলাম ।এই প্রথম রিভিউ দিলাম,ভুল হলে ক্ষমা করবেন,না করলে নাই। ধন্যবাদ 

একসাথে যদি এতগুলো প্লেস দেখতে চান,তাইলে এখনি চলে যান হাজারিখিল।



সৌজন্যে Muhammad Sadik


========================================================================

মন্তব্য অথবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

যারা কম খরচে "হাজারিখিল গেম লাইফ স্যাংচুয়ারি" যেতে চান তাদের অনেক উপকারে আসবে।

Post a Comment

[blogger]

Author Name

{picture#https://www.facebook.com/photo.php?fbid=1196479430442738} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#https://www.facebook.com/alwasikbillah} {twitter#https://twitter.com/awasikb} {google#https://plus.google.com/112469283873821392454} {instagram#https://www.instagram.com/awasikb}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.