সী-বিচ বলতেই চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা হল একপাশে বালুকা-বেলা আর অন্যপাশে সমুদ্রের ঢেউ আছড়ে পড়া...
কিন্তু সবুজ ঘাসে ভরা সমুদ্র সৈকত থাকতে পারে এটা আমার জানা ছিল না। এবং সেটা আমাদের বাংলাদেশেই ।
হ্যাঁ আমি বলছি চট্টগ্রামের দক্ষিন কট্টলী সী-বিচের কথা। এর অপরুপ সৌন্দর্য মুখে বলে অথবা লিখে প্রকাশ করা যাবে না। বিচে কোন বালুর বালাই নেই, শুধু কাদা, আর এক হাঁটু কাদার উপর সবুজ কচি ঘাস। চোখ জুড়ানো সবুজ। দূরে সমুদ্রে অসংখ্য জাহাজ এর দেখা মিলবে।
তবে কাদার ভেতর দিয়ে হেটে চলাটা একটু কষ্টকর, যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য আদর্শ। হাটতে-হাটতে দেখা পেয়ে যাবেন এক প্রজাতির সামুদ্রিক কাঁকড়ার(যেটা সাধারণ কাঁকড়া নয়, ছবিতে দেওয়া আছে), প্রচুর গাংচিল, বক পাখি।
যেভাবে যাবেনঃ আমরা ঢাকা থেকে বাসে করে সরাসরি চট্টগ্রাম এর পাহাড়তলী তে অলংকার বাস স্ট্যান্ড এ নেমেছি। এর পর এখান থেকেই রিকসা ওয়ালা কে বলতে হবে জেলে পাড়া ঘাট/ সৈকত এ যাব... ভাড়া সরবচ্চ ৪০-৫০ টাকা, সময় লাগবে ১৫ মিনিট। এ ছাড়া লোকাল টেম্পু তে ও যাওয়া যায়, ভাড়া ১০ টাকা।
আপনারা এক দিনেই ঘুরে আসতে পারবেন...
ঘাসের বীচ |
সমুদ্র বীচ |
সামুদ্রিক কাঁকড়া |
কাঁদার বুট |
বিঃদ্রঃ ছবি গুলো সাধারণ মোবাইলে তোলা, কোন এডিট ছাড়াই পোস্ট করা হয়েছে।
আরও ছবি দেখতে এখানে ক্লিক করুন।
Post a Comment